আমাদের কথা খুঁজে নিন

   

রাজীব নাস্তিক? নাকি আস্তিক? ইসলাম কি বলে?

ভালো লাগে রাস্তায় একা একা হাঁটতে , একা মুভি দেখতে অথবা প্রিয় গানে হারাতে । আমার সবচেয়ে বড় বন্ধু আমি । পৃথিবীর সবচেয়ে বেশী ভালো লাগে আমাকে। "usually a few no of frnd like me but, nobody loves me."সবাই চঞ্চল বললেও আমার কাছে আমি ধীর । আগবাড়িয়ে কিছু করতে যা মহানবী (সঃ) যখন তায়েফবাসী দ্বারা মারাত্মকভাবে আহত হন, সেদিন আল্লাহ্‌ পাক তায়েফবাসীদের ধ্বংস করে দিতে চেয়েছিলেন।

কিন্তু মহানবী (সঃ) সেই কলঙ্কিত জাতিকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আল্লাহ্‌পাকের কাছে প্রার্থনা করে বলেছিলেন, “এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা কর” । । আজ যারা রাজিবের সমালোচনা করে বেড়াচ্ছেন তাদের উদ্দেশে বলবঃ আপনারা ইসলাম ধর্মকে জানুন, ইসলাম ধর্মকে বিকৃত করা বন্ধ করুন!! নিজের বিবেকের মাঝে মানবতাবোধ জাগিয়ে তুলুন, অন্ধ রাজনীতি সমর্থন থেকে বের হয়ে নিজেকে মানুষ হিসেবে পরিচিতি দিন! ইসলাম ধর্মে নাস্তিকধর্মীদের ব্যাপারে কি কি বলা হয়েছে সে ব্যাপারে আমার সম্যক জ্ঞান নেই। কিন্তু বুকে হাত রেখে বলতে পারি মানুষ খুন বা জীব হত্যা ইসলাম কেন কোন ধর্মই সমর্থন করেনা। ইসলাম ধর্মে বলা হয়েছেঃ “যার যার ধর্ম তার তার কাছে”।

সেক্ষেত্রে কেউ যদি ইসলাম ধর্মে বিশ্বাস না করে সেটা তার নিজের বোধশক্তির ব্যাপার! সে ব্যাপারে ইসলাম ধর্মের আলোকে আমাদের মাথা ঘামানোর দরকার আছে বলে আমি মনে করিনা। রাজীব হত্যাকাণ্ড স্পষ্টত ইসলাম বিরোধী, দেশ বিরোধী!!! জামায়েত ইসলামী একটি ইসলাম বিরোধী দল! এরা ইসলামকে বিকৃত করে নিজেদের ফায়দা লুটে নিচ্ছে! আর শিবির? এরা অন্ধের মত ইসলাম বিরোধী/বিকৃতকারী নরপশুদের পেছনে ল্যাজ নাড়াচ্ছে অবিরাম! আমি মনে করি এদেরচেয়ে নাস্তিক অনেকাংশে ভাল! নিজের ধর্মকে ব্যবহার/বিকৃত করে রাজনীতি করার চেয়ে খারাপ আর কি হতে পারে? আজ কিছু সংখ্যক মানুষ শিক্ষিত হয়েও না বুঝে রাজীবের নামে কুৎসা রটায়! তারা বলে রাজীব মারা গিয়েছে ভাল হয়েছে! আমরা তরুণরা ৭১ দেখিনি! আমাদের বাবা-চাচার কাছথেকে যুদ্ধাপরাধীর বর্বর কর্মকাণ্ডের কথা শুনেছি! সচেতন বাবা-মা কখনও তার সন্তানকে ভুল শিক্ষা দেয়না! আমরা ইতিহাস জানি! তাই আমরা নাওয়া-খাওয়া ভুলে শাহবাগে সমবেত হয়েছি! আর রাজীব? সে তো শাহবাগেরই একজন সৈনিক ছিলেন! আজ তাকে প্রান দিতে হয়েছে! আমরা যদি সোচ্চার না হই তাহলে হয়ত আরও রাজীবের প্রান যাবে! সেদিন হয়ত আমাদের বোধোদয় হতেও পারে!!!!!! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.