আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের সিনেমার জাদু আর দেশী মেয়েদের বিদেশী সাজ

মাসুদ

কথায় আছে যে, কাক পালক লাগালেই ময়ুর হয় না আর বাদর চাদর গায়ে দিলেও তার বাদরামি যাবে না । এবার বলি কোনটি কিসের জন্যে বলেছি । "কাক পালক লাগালেই ময়ুর হয় না" ভূপ্রাকৃতিক ভাবেই আমরা আমেরিকান বা ইউরোপিয়দের থেকে আলাদা, আলাদা শুধু দৈহিক বা পরিবেশগতভাবেই নয়, আমরা আলাদা ধর্মীয় দিক থেকেও । য়দি আমরা আমাদেরকে ভারতীয় উপমহাদেশীয় হিসেবেও ধরে নিই তাহলেও আলাদা, কেননা একমাত্র ভারতই বিশ্বের বড় হিন্দুপ্রধান দেশ । আমরা সেভাবে যাবো না, আমরা আমাদের নিজ হিসেবেই আসি, আমরা মুসলিম প্রধান দেশ, দূনীর্তি থাকা সত্বেও এটা বড়াই করবার মতোই যে আমাদের সামাজিক বন্ধন আর কোন দেশের তুলনায় মোটেও কম নয়, বরং অনেক বেশি ।

এখন ভারতীয় সিনেমায় ওয়েষ্টার্নীয় কাপড় দেখে কেউ যদি বাংলাদেশে বা ভারতে সেটা কি কাকের ময়ূর সাজা তুল্য নয়? তারমানে যে আমরা দেখেতে খারাপ তা নয়, তবে অহেতুক কাউকে অনুসরন করা এরকমই দাড়ায়, যদি কিনা তার নিজস্ব স্টাইল থাকে । এটা ঠিক যে দিনে দিনে সমাজের ধারা পাল্টায়, তাই পোশাকেরও স্টাইল পরিবর্তন হয়, তবে আমাদের এতটা অভাব পড়ে নি যে কাপড়েরও ছোট সংস্করন বা আপত্তিকর সংস্করন বানিয়ে কাউকে অনুসরন করতে হবে । "বাদর চাদর গায়ে দিলেও তার বাদরামি যাবে না" ভারতীয় সিনেমা দেখেননি এমন এ দেশে খুব কমই আছে মনে হয় । তারা প্রকৃতই এ কাজে পটু এটা ঠিক । যারা আগের দিনের ভক্ত তাদের সমস্যা নেই, তারা একবাক্যে বলবেন ভালো, তবে এখনকার সিনেমা নিয়ে গোলমাল ।

তরুনদের অনেকে বলবেন দারুন, জটিল সব এ্যাকশন আর জাকজমকতা । তবে আগের দিনের ভক্তরা এতে দ্বিমত দেবেন । তারা বলবেন জাকজমকতাই বেশী কাহিনীর চাইতে, কখনও কখনও যেন হলিউডকেও হার মানায় । ভারতীয় সিনেমার বর্তমান ব্যাপারটি এই, আর যাই হোক চাকচিক্যতা থাকা লাগবে, প্রতিযোগিতাটা যে হলিউড়ের সাথে । আর তাই ভারতীয় নারীরা বা পুরুষরাও বিদেশী সাজে সেজেছে, আর যেভাবে হোক সব কাহিনীতেই ওয়েষ্টার্ন বা হলিউডি ষ্টাইল দিতেই হবে, বাদর চাদর গায়ে দিলেও তার বাদরামি যে যায় না ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.