আমাদের কথা খুঁজে নিন

   

বাসনার উত্থানে থমকে গেছে শামুকপুরাণ

ডুবোজ্বর

২০১০০৯ সে আমার কাছে প্রায়ই আসে কালরাতে এসেছিলো চাদরের খুট ধরে আমার বিছানায় রাধিকা শঙ্কা সে কাদা থেকে প্রতিমা হয়ে গেলো তার মুখ থেকে গড়িয়ে পড়লো ডানা আর সে আমার কাছে প্রায়ই আরো বেশি অতলান্ত রোদনের দেশ কঠিন ঘ্রাণের রেখা চোখে তার হাত চোখ থেকে প্রলম্বিত হয় এবং অন্ধভাবে পান করে সময় এইই আসল আর অন্তহীন প্রতিধ্বনি পাহাড় নয় বাতাস ধরে রাখে কোন বাঁশিতে কোন রাগ তার ওষ্ঠাধর জানে আমি দরবারি আমি ঘুলঘুলিতে সকালের জন্ম দেখি পরপর মৃত্যুও দেখি বাসনার উত্থানে থমকে গেছে শামুকপুরাণ মুহূর্তে হারিয়ে আসে নাশপাতির বাগান তাকে দেখি সে ম্রিয়মান বাঁশপাতি আমি কেমন করে মেঝে পার হবো তারপর অবরোহী সিঁড়িপাল সজাগ ----------------------------------------------- রাত ৯:৫৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।