আমাদের কথা খুঁজে নিন

   

বিবর্ণ পত্রের মর্মর ক্রন্দনে খসে পড়েছে হৃদয়ের বাসনার বৃত্তি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ঝরাপাতাদের মতো ঝরে গেছে সব সাধ আহ্লাদ বিবর্ণ পত্রের মর্মর ক্রন্দনে খসে পড়েছে হৃদয়ের বাসনার বৃত্তি শ্যাওলারা এসে দখল করেছে আমার স্বপ্নের রাজপ্রাসাদ এখন শুধু বেঁচে থাকা নিৎসাড়, মন্থন করি স্মৃতি। কতবার জীবনটাকে নতুন করে শুরু করা যায় কতবার ভাঙা হৃদয়টাকে ঝাঁলাই করা যায় দক্ষ মিস্তির নিপুণতায় কতবার আর মানুষেরে ক্ষমা করা যায়, কত বেদনা আর ঝরা যায় শিল্পে, ভাস্কর্যে গান আর কবিতায় ? স্বপ্ন দেখিনা আর ভুলেও কোনদিন কোন অবসরে রঙিন পাখনায় উড়ি না দিগন্তের অথই সীমানা ক্ষমা করি না যে অপরাধ করে গেলো তারে নির্জন কক্ষে আমি এখন সারাদিন বাজাই তানানা তানানা।

কেউ নেই কিছু নেই আমি অন্তহীনতায় হারাই শুধু মনস্তাপে কোনো আবেদন আসেনা হৃদয়ে আর প্রিয়তমার মধুর সংলাপে। 5.01.2013 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।