আমাদের কথা খুঁজে নিন

   

বাসনার দেনা থেকে গেছে অনাদরে

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই চেয়েছিলাম শুধু হাতটি ধরব বললে, পাহাড় এনে দাও আমি আস্ত আলপ্স এনে দিলাম বললে রুক্ষ আল্পস নয় তোমার সবুজ প্রয়োজন আমার গারো পাহাড়ের কথা মনে হলো বললে, ওতে জলঝিরি নেই বললাম তাহলে তোমায় পুরো আন্দিজ দিলাম দুটি হাতের ছোঁয়া যদি পাই খুব কি বেশি চাওয়া ছিল শুধু চেয়েছি তোমার হাত ধরে অরণ্যের বুক চিরে হেঁটে যেতে শুকনো পাতা মাড়িয়ে পাখিদের দেশে চেয়েছিলাম শুধু তোমার উড়ন্ত চুল ছুঁয়ে দিতে বললে মেঘদের ছুঁয়ে দ্যাখো গিরি শিখরে দাঁড়িয়ে আমি রঙধনু আঁকলাম ভেজা ক্যানভাসে তবু তোমার কেশাগ্রমোদিনীর স্পর্শ পাওয়া হলো না একদিন বলেছিলাম চলো বসি পাশাপাশি বললে বেলা নেই আর অবেলার আঁধার ঘনিয়াছে বড়ো আমিতো এখানে নিভারণ জোনাকে আসর সাজিয়েছি কেউ হলে অধোর চুম্বনের আবদার ধরত আমি ভীরুতায় শুধু কপোলের ঘাম নিতে চেয়েছি আঙুল ডগায় জানি না কোন বার্লিন দেয়ালের ছায়া ছিল দুজনের মাঝে এড়িয়ে গেছো বরাবর আগের মতোই এক ঝিনুক সাগর নিয়ে আমি আজো ঠায় দাঁড়িয়ে জানি ভালো আছো বড়ো কংক্রিট বাসরে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।