আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার আহমেদ রাজিবের মৃত্যুঃ নাস্তিকতা ও মানুষের মনোভাব

বাংলাদেশে কি এমন কোন আইন আছে যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া শাস্তিযোগ্য অপরাধ?? যদি না থাকে তাহলে বর্তমান বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বে এজাতীয় আইন করা। তা না হলে এমন অনেক নাস্তিক রাজিবকে কোন বিশেষ সময়ে হত্যা করা হবে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে রাজনইনিতিক ফায়্দা হাসিলের জন্য। আহমেদ রাজিবের এই হিত্যাটাকে আমি কোন ভাবেই সমর্থন করতে পারিনা। এটা স্পষ্ট খুন। আমি খুনির বিচার চাই।

সে নাস্তিক ছিল, আল্লাহ এবং মহানবী(সঃ) কে নিয়ে গালাগালি করেছে বুজলাম তবে খুন করবে কেন?? ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য?? হুম, সে আঘাত দিয়েছে তবে সে ত এখনই এই লেখা গুলো লেখেনি। আর অনেক আগে থেকেই লিখে আসছে। তাকে মারলেই যদি ইসলাম ধর্মিরা স্বস্তি পেত তবে আমার মনে হয় তাকে আরো আগেই মেরে ফেলা উচিত ছিল। তবে যারা তাকে গতরাতে হত্যা করেছে তারা কেন তাকে আর আগে মেরে ফেলেনি?? শাহাবাগেতো কোন ইসলাম বিরুধী আন্দলন চলছে না, চলছে যুদ্ধ-অপরাধিদের ফাঁসীর দাবিতে আন্দলন, জামায়াত-শিবীর নিষিদ্ধের আন্দলন। আজ যখন সারা জাতী তাদের বিরুদ্ধে সোচ্চার, তাদের অস্তিত্ব হুম্কির মিখে তাই তারা এই আন্দলনটিকে ভিন্ন খেতে নেওয়ার জন্য এমন একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে।

যাতে করে শাহাবাগের আন্দলনটা ভিন্ন খাতে মোর নেয়, মানুষ দ্বিদ্বা বিভক্ত হয়ে এই আন্দলনথেকে সরে পরে। এক্খানে জামায়াত-শিবির ইসলাম ধর্মের প্রতি আঘাত দেওয়ার জন্য থাকে হত্যা করেনি এটা এখন স্পষ্টতই। তারা আবারও এই রকম বিতার্কিক একটা হত্যাকাণ্ড ঘটিয়ে ইসলাম ধর্মকে ঢাল হিসাবে ব্যাবহার করে জনগনের সহানুভূতি আদায়ের চেষ্টা চালিয়েছে। এবং মোটামোটি সফলও হয়েছে মনে হয়। আজ অনেক মানুষই দেখলাম এই বিষয়টা নিয়ে দ্বিদ্ধা ভিবক্ত।

সর্বশেষ একটি কথাই বলব ব্লগার আহমেদ রাজিবকে হত্যা করাটা কনো জীহাদ হয়্নি। তাই সবাই তার হত্যাকান্ডের বিচার চাওয়া উচিত। পরিশিষ্টঃ বাংলাদেশে এমন আইন চাই যেখানে কেঔ কার কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে সেটা রাষ্ট্রীয় বিচারের আওতায় আনা হবে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.