আমাদের কথা খুঁজে নিন

   

আলোর পথের যাত্রীরা, দ্বিধাবিভক্ত হবার সময় এখন না । জেগে উঠেছি আমরা ঐক্যবদ্ধ হবার জন্য ।

"জেগে উঠুক তারুন্য,জেগে উঠুক স্বপ্ন,জেগে উঠুক মনুষ্যত্ব.........." গণজাগরণ এর পথিকৃতগণ, আমরা সবাই এই মুহুর্তে বিশেষ সময় পার করছি। অনলাইনে দীর্ঘদিন আমরা যুদ্ধ করেছি এখন সময়ের প্রয়োজনে রাস্তায় নেমে এসেছি। 'প্রয়োজন'ই আমাদের একতাবদ্ধ করেছে। ব্লগার রাজীব ওরফে 'থাবা বাবা'র মৃত্যু আমাদের শোকাহত করেছে একইসাথে তার রক্ত আমাদের দাবিকে আরো সুসংহত করে দিয়ে গেছে। অনলাইনে আস্তিক-নাস্তিক যুদ্ধ করার সময় এটি নয়।

এখন শুধুই প্রতিরোধ আর বিপ্লবের সময়; জেগে ওঠার সময়। রক্ত গরম করা স্লোগানে স্লোগানে সারা দেশ জাগিয়ে তোলার সময়। এরকম উত্থানময় সময়ে এসব ইস্যু নিয়ে আলোচনার'ই প্রয়োজন নাই। সামনের দিনগুলোতে আমরা কিভাবে আরো বেশি একতাবদ্ধ হয়ে আন্দোলনকে সফল করতে পারি সেদিকে নজর দিতে হবে। আমাদের আন্দোলনে কোন নেতা নেই, আমাদেরকে তাই অনেক বেশি সাবধানী হতে হবে, অনেক বেশি সাহসী হতে হবে এবং একইসাথে কোনভাবে যেন কোনরকম দ্বিধাবিভক্ত তথ্য ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।

'জামাত-শিবির-রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড় !' - 'রাজাকারদের ফাঁসি দিতে হবে' - যতক্ষণ না আমাদের দাবিগুলো পূরন হবে ততক্ষণ রাজপথ ছাড়ছি না - এই মোটিভ থেকে কেউ যেন সরে না যাই। সোমবারে হামলা হতে পারে, তৈরি থাকতে হবে আমাদের। আঘাত এলে পালটা আঘাতের জন্য প্রস্তুতি নিতে হবে। জামাত-শিবিরকে আর ছাড় দেয়া যাবে না কোন অবস্থাতেই। জয় বাংলা ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.