আমাদের কথা খুঁজে নিন

   

জিআরই, জিম্যাট এবং এমবিএ'র গণিতপর্ব (১)

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।

মোট প্রশ্ন: 5টি। সমাধানের জন্য প্রদত্ত সময়: < 3 মিনিট 15 সেকেণ্ড। ক্যালকুলেটর কিংবা অনুরূপ কোনো গণনাকারী যন্ত্র ব্যবহার করা যাবে না। প্রশ্নসমূহ ১।

-1< x < 0 হলে, x, x^2 এবং x^3 রাশিত্রয়কে মানের নিম্ন ক্রমানুসারে সাজালে, ক্রমটি কীরূপ হবে? ২। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5.5% বেড়ে গেলে এবং প্রস্থ 2.0% কমে গেলে, উহার ক্ষেত্রফল কত % বাড়বে বা কমবে? ৩। 4.0 এবং 3.9... (9 এর উপর পৌনঃপুনিক) সংখ্যাদ্বয়ের মধ্যে পার্থক্য কত? [পার্থক্যটি দশমিকের পর তিন ঘর পর্যন্ত বিবেচনা করলেই হবে। ] ৪। (5x - 1) / (3y + 2) > 3/5 অসমতা থেকে, x-কে কীভাবে y-এর মাধ্যমে প্রকাশ করা যায়? ৫।

নীচের চিত্রে, সবুজ বর্ণের ক্ষেত্রটি অর্ধবৃত্ত হলে, বর্গাকার চতুর্ভুজটির ক্ষেত্রফল কত? গুড লাক!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.