আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি এবং এমফিলে ভর্তি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ, এমবিএ ও এমপিএ ভর্তির তথ্যবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ, এমবিএ ও এমপিএ ভর্তির তথ্য

জীবন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৩টি বিষয়ে পিএইচডি ও এমফিল কোর্সে ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে। ২০১১ সেশনে এসব শিক্ষার্থীকে ভর্তি করা হবে। এই কোর্সে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের এমফিল অথবা সমমানের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আর প্রার্থী যে বিষয়ে পিএইচডি বা এমফিল করতে চান, সে বিষয়ে তাঁর স্নাতক বা মাস্টার্স পর্যায়ে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এই কোর্সে ভর্তির জন্য প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি শাখা থেকে ৫০০ টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। শিক্ষার্থীরা ৫০০ টাকার ব্যাংক ড্রাফট দিয়ে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে এই আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। তবে এই ব্যাংক ড্রাফটের সঙ্গে আবেদনকারী স্ট্যাম্প এবং তাঁর নিজের ঠিকানা সংবলিত একটি খাম দিতে হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে এবং এই আবেদনপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি শাখায় সাব-রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা পাওয়া যাবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: সাব-রেজিস্ট্রার, এমফিল ও পিএইচডি শাখা, রুম নং-১২৩৭, শিক্ষা ভবন, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ, এমবিএ ও এমপিএ ভর্তির তথ্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০১১ সেশনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) এবং মাস্টার্স অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (এমপিএ) কোর্সে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠান হতে এইচএসসি পাস হতে হবে। আবেদনপত্রের সাথে ব্যাংকে জমা দেওয়া ৩০০ টাকার রশিদ, প্রার্থীর দুই কপি সত্যায়িত ছবি, সকল সনদ এবং নম্বরপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে সংশ্লিষ্ট রিজিওনাল রিসোর্স সেন্টার (আরআরসি) অথবা কো-অর্ডিনেটিং অফিস (সিও) অফিসে। যাঁরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিরাও এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

তবে তাঁদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ১০টায়। মাস্টার্স অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এমপিএ কোর্সে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে বিএ, বিএসএস, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি (এগ্রি), বিএসসি নার্সিং কোর্সে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীদের সিইএমপিএ ভর্তি পরীক্ষায় সন্তোষজনক স্কোর থাকতে হবে। আবেদন করতে হবে ২৫ ফেব্রুয়ারির মধ্যে। ভর্তি পরীক্ষা হবে ১১ মার্চ, শুক্রবার, বিকাল সাড়ে পাঁচটায়। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদ, নম্বরপত্র, অভিজ্ঞতার সনদ এবং দুই কপি সত্যায়িত ছবি জমা দিতে হবে।

আর আবেদনপত্রের ওপরের ডান দিকে ভর্তি পরীক্ষার জায়গা উল্লেখ করতে হবে। তা ছাড়া আবেদনপত্রে প্রার্থীর মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানা দিতে হবে। মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ কোর্সে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএ, বিএসএস, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি (এগ্রি), বিএসসি নার্সিং কোর্সে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীদের সিইএমবিএ ভর্তি পরীক্ষায় সন্তোষজনক স্কোর থাকতে হবে। শুধু বাংলাদেশের নাগরিকেরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

এ ক্ষেত্রে প্রার্থীদের দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করতে হবে ২৫ ফেব্রুয়ারির মধ্যে। ভর্তি পরীক্ষা ১১ মার্চ, শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায়। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, নম্বরপত্র, অভিজ্ঞতার সনদপত্র এবং দুই কপি সত্যায়িত ছবি জমা দিতে হবে। আর আবেদনপত্রের ওপরের ডান দিকে ভর্তি পরীক্ষার জায়গা উল্লেখ করতে হবে।

এ ছাড়াও আবেদনপত্রে প্রার্থীর মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানা দিতে হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আরআরসি অথবা সিও অফিস থেকে সব কোর্সের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র সংগ্রহের জন্য নির্বাচিত জনতা ব্যাংকের শাখাগুলোতে ৩০০ টাকা সংশ্লিষ্ট আরআরসি অথবা সিও অফিসের নামে জমা দিতে হবে। আবেদনপত্র সপ্তাহের শনি ও রোবববার বাদে যে কোন দিন জমা দিতে হবে। বিস্তারিত তথ্যর জন্য যোগাযোগ—বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), বোর্ড বাজার, গাজীপুর-১৭০৫ ফোন: ০২-৯২৯১১১২, ই-মেইল: , ওয়েবসাইট: http://www.bou.edu.bd


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.