আমাদের কথা খুঁজে নিন

   

'তত্ত্বাবধায়ক সরকারের বিতর্কিত উপদেষ্টাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার চাই'

দেশের ভাল মন্দ দেখার দায়িত্ব আমাদেরই...আসুন দেশটাকে সুন্দর করি।

মানবতাবিরোধী কাজের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিগত তত্ত্বাবধায়ক সরকারের কয়েকজন বিতর্কিত উপদেষ্টার বিচার দাবি করেছেন লন্ডন প্রবাসী লেখক-সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। তিনি শনিবার বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক স্মরণ সভায় বলেন, "তারা মেয়র মহিউদ্দিনকে তার মরনাপন্ন মেয়েকে দেখতে দেয়নি। তারা মানুষ নয়, নরপশু। ' "এর জন্য দায়ী সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল মতিন, আনোয়ারুল ইকবালসহ অন্যদের মানবতাবিরোধী কাজের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা উচিত।

আমি আজকের স্মরণ সভায় কাঁদতে আসিনি, বিচারের দাবি নিয়ে এসেছি। " প্রধান অতিথির বক্তব্যে গাফফার চৌধুরী বিগত তত্ত্বাবধায়ক সরকারের মতো ফ্যাসিস্ট সরকার আর দেশে আসেনি বলেও মন্তব্য করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কন্যা ফৌজিয়া সুলতানা টুম্পার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয়। ২০০৮ সালের ১৭ অক্টোবর মেয়র মহিউদ্দিনের কন্যা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্রী টুম্পা ক্যান্সারে আক্রান্ত হয়ে ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। তত্ত্বাবধায়ক সরকার আমলের শুরুর দিকে মেয়র মহিউদ্দিন চৌধুরী দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন।

কিন্তু অসুস্থ মেয়েকে দেখার জন্য আদালতের নির্দেশে তিনি জামিন পেলেও সরকারের অনুমতি পেতে দেরি হওয়ায় তাকে শেষ দেখা দেখতে পাননি। সে সময় তত্ত্বাবধায়ক সরকারের এ আচরণ ব্যাপক সমালোচিত হয়। স্মরণ সভায় গাফফার চৌধুরী চট্টগ্রামে টুম্পার নামে একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার জন্য মেয়র মহিউদ্দিনের প্রতি অনুরোধ জানান। এ সময় মহিউদ্দিন চৌধুরী কান্না বিজড়িত কণ্ঠে বলেন, "গত তত্ত্বাবধায়ক সরকার আমার প্রতি যে আচরণ করেছে, তা অমানবিক। আমার মতো কোন বাবাকে যেন এমন পরিণতি বরণ করতে না হয়।

" 'টুম্পা স্মরণ সভা পরিষদ' আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভৌত বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ আলম, মহিলা সাংসদ চেমন আরা তৈয়ব, টুম্পার মা বেগম হাসিনা মহিউদ্দিন ও বড় ভাই চৌধুরী মহিবুল হাসান নওফেল, শিক্ষক অধ্যাপক ড. মোহিত উল আলম, অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দীন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।