আমাদের কথা খুঁজে নিন

   

হেলিকপ্টার এম্বুলেন্স চাই

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

বনানী থেকে আপনি বাসে চড়েছেন। যাবেন শাহবাগ। পথিমধ্যে ধরেন আপনার হার্টএটাক হলো। কি করবেন? পৃথিবীর কোনো এম্বুলেন্স তো দূরের কথা এক বিগ্রেড সৈন্যের সহায়তায়ও আপনাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া সম্ভব হবে না। ঢাকা শহরের জ্যাম এমনই ভয়াবহ।

ঢাকার সড়কে এম্বুলেন্স সার্ভিস চালানোর কোনো মানে হয় না। খোলা আছে একমাত্র আকাশপথ। সড়কে ইমার্জেন্সী কোনো রোগী নিয়ে গেলে সে এম্বুলেন্সের মধ্যেই ইহধ্যামের মায়া ত্যাগ করবে। গাড়ীগুলো একটার সাথে আরেকটা এমনভাবে লেগে থাকে যে একটা সুই ঢোকার জায়গাও থাকে না মাঝেমাঝে, আর যদি একটা সুই পরিমাণ জায়গা কোনমতে খালি হয় - মুহূর্তের মধ্যে সেখানে ঢুকে যাবে আস্ত একটা বাস! অনতিবিলম্বে ঢাকা শহরের এম্বুলেন্স সার্ভিস আকাশপথে রূপান্তর করা হোক। হেলিকপ্টার এম্বুলেন্স ছাড়া এই শহরে দ্বিতীয় কোনো উপায় নাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।