আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সোলার হেলিকপ্টার

বিশ্বের প্রথম সোলার হেলিকপ্টার তৈরি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. হাসান শহীদ। তার তত্ত্বাবধানে যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এমন হেলিকপ্টার উদ্ভাবন করেছেন, যা শুধু সৌরশক্তি দিয়ে চলবে।

বিশ্বের প্রথম সোলার হেলিকপ্টার তৈরির কৃতিত্ব এই প্রবাসী বাংলাদেশির। কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, ম্যাথ অ্যান্ড সায়েন্সের সহকারী অধ্যাপক তিনি। সুইজারল্যান্ডের সোলার ইমপালস এবং নাসার সান সিকার, পাথফাইন্ডার ও হেলিওসসহ সোলার প্যানেলের অনেক প্রজেক্ট থাকলেও বাঙালি ড. হাসানের হাত ধরেই বিশ্বের প্রথম সোলার হেলিকপ্টার।

কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের মাস্টার্স অধ্যয়নরত সাত শিক্ষার্থীর সমন্বয়ে উদ্ভাবিত সোলার হেলিকপ্টারটি প্রুফ অব কনসেপ্ট পেয়ে এখন চূড়ান্ত অনুমোদনের দ্বারপ্রান্তে। হেলিকপ্টারটির উদ্ভাবনী দলে রয়েছেন আরেক ব্রিটিশ বাংলাদেশি শাকির আহমেদ। এতে কাজ করেছেন আরেক কো-ইনভেনটর পোলিশ বংশোদ্ভূত শিক্ষার্থী। বিশ্বে বিকল্প জ্বালানি হিসেবে সোলার প্যানেল ব্যবহার হলেও সোলার হেলিকপ্টারটির উদ্ভাবন তৈরি করেছে নতুন ইতিহাস। আর জগদীশ চন্দ্র বসু এবং সত্যেন বোসের মতো বিজ্ঞানীর উত্তরসূরি হিসেবে ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছেন দুই বাঙালি।

হেলিকপ্টারটি মূলত চারটি প্রপেলারযুক্ত (মোটরচালিত পাখা) একটি কোয়াডরোটর, যা আকাশে উড়তে ব্যাটারি বা অন্য কোনো রকম জ্বালানির প্রয়োজন হয় না। এটি এই মুহূর্তে টেক অফ করে কিছু সময় উড়তে পারে, তবে খুব শীঘ্রই গবেষণার মাধ্যমে আরও কিছু কাজ সম্পন্ন হলে পর্যাপ্ত সূর্যালোক থাকা পর্যন্ত সোলার কপ্টারটি আকাশে থাকতে পারবে এমন কথাই জানালেন ড. হাসান শহীদ। ডিসকভারি চ্যানেল এবং টেকনোলজি-বিষয়ক ম্যাগাজিনসহ বিশ্বের বিভিন্ন মিডিয়ায় এই সোলার হেলিকপ্টারের খবর প্রচারিত হয়েছে। এ সম্পর্কে ড. হাসান শহীদ জানান, সোলার কপ্টারের মতো অন্য একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে তার। এটি হলো নিয়ন্ত্রণ করা যায় এমন ক্যাপসুল রোবট উদ্ভাবন।

মানুষের শরীরের খাদ্যনালিতে (জিআই ট্রাক্ট) ক্যান্সার, রক্তক্ষরণ, আলসার ইত্যাদি রোগ নির্ণয়ে ব্যবহার করা হয় ক্যাপসুল রোবট। ড. হাসান শহীদ বরিশাল ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় যশোর বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিঙ্, ইলেকট্রনিঙ্ অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.