আমাদের কথা খুঁজে নিন

   

নষ্টালজিয়া



খুব ইচ্ছে করছে ফিরি ওইখানে এইসব ম্যারাথন দৌড় দেখতে আর ভাল্লাগছেনা এইসব গোষ্ঠীতন্র,রাজনীতির জাদুবাস্তবতার ভাঁড়ামি তামসিক গলি ঘুপচি দমবন্ধ স্যাঁতসেতেঁ পরিবেশ দূষণে আমার খুব বিবমিষা হচ্ছে। এইসব প্রবঞ্চক,কামুক,স্বার্থান্ধ,মাতাল আর সুবিধাবাদী আঁতেল থেকে খুবই ইচ্ছ করছে পালিয়ে যেতে সুরমার হু হু বাতাসের কাছে অঝোর বৃষ্টির কাছে কাগজি লেবু,শিউলি ফুল,বিহানবেলার দুয়ানো দুধের কাছে ইচ্ছে করছে কাদামাখা পায়ে হেঁটে আসি বন-বাদাড়,মেঠোপথ আলপথে নুয়ে থাকা ঘাসে শিশির স্পর্শ করি দুর্বাঘাস,ধানশীষ,দুধঘাসে ঠোঁট রেখে স্বাদ নিই ইচ্ছে হয় ছুটে যাই পাখি ডাকা ভোরের আজানে জায়নামাজে তসবিহ হাতে মায়ের পবিত্র আভার কাছে মা মা সুবাসের কাছে পুনর্বার বসে থাকি। শবেবরাতে জ্যোৎস্না চলকে-ওঠা স্বজনের কবরের পাশে লোবানে,আগরবাতিতে,মোমজ্বলা সেইসব রাত্রিতে ফিরে যাই ফিরে যাই নিসর্গে,হেমন্ত রাত্রির চরে,উন্মুক্ত আকাশ আলোকে দেখতে চাই গাঢ় অন্ধকারে জোনাকীর ঝাঁক,জ্বলজ্বলে শৃগালের চোখ ঢেঁকিতে পাড়ের শব্দ,প্রসন্ন বর্ষার রিনিঝিনি। উদ্ভিদ স্বরের শিল্প ধানখেতে সন্ধ্যায় প্রভাতে বনতলে নিসর্গের প্রভায় প্রণত আমি ফিরে যেতে চাই- লোধ্ররেণু,ভেজাদেহ,শিথিল বস্ত্রের মায়া মা্যা সেইসব নারীদের কাছে। ফিরে যেতে চাই অশ্বত্থের নিচে,সহস্রঝুরি আর দুর্বিনীত পাতার মর্মরে শষ্পাবৃত বৃক্ষের বল্কলে লিচু গাছে,পাকা সুপারির টানে টুকটুক ছুটে আসা কাঠ বেড়ালির কাছে। বৃষ্টি ধৌত বনস্থলী শীতের শুষ্ক নদী,সবুজ শান্ত শস্যে বকুল কি চন্দনের বনে অনাবিল স্বনিত হাওয়ায় বসন্তের পূর্ণিমার অসহ্য লোভী রাত্রিতে আমি ফিরে যেতে চাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।