আমাদের কথা খুঁজে নিন

   

নষ্টালজিয়া

n

পুরনো ফাগুনে পুরনো কোকিল যখন ডাকে জানিনা কাকে মনে পড়ে যায় দুপুরবেলায় যেই ফাঁক পাই কাজের ঠেলায় দক্ষিণ থেকে উষ্ণ উদাস বাতাস বয় আকাশময় কবে যে কখন বয়স বেড়েছে কত সঙ্গীরা সঙ্গ ছেড়েছে নতুনেরা কত এসেছে সকাল সন্ধ্যা দুই দিগন্ত রঙের প্লাবনে ভেসেছে আজো ফাল্গুনে বসন্ত আসে মূর্ছনা কাঁপে পঞ্চমে নানা অকারণ চিন্তায় মন থমথমে সূর্যের পানে চেয়ে থাকে রাঙা পলাশবন উদাস মন ক্লান্ত জীবনে পুরনো কোকিল যখন ডাকে জানিনা কাকে মনে পড়ে যায় বড় অবেলায় নানা ঝঞ্ঝাটে বসন্ত যায় (কবির নাম এই মূহুর্তে মনে পড়ছে না।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।