আমাদের কথা খুঁজে নিন

   

একটি কথা! শিরোনামটি অনেক ছোট। কিন্তু এর অর্থ এবং ভার অনেক অনেক

মুক্তমন। █▓▓▓▒▒▒░░░░       এসেছিলাম দাবী আদায় করতে রাজীবকে হারাতে নয় তাই যদি হবে, তাহলে আমরা প্রস্তুত আমরা নিজেদের কাফনের কাপড়টুকু নিয়েই। তবুও রাজাকারের ফাঁসি চাই... কিন্তু শিবিরের ওই ঘৃণ্য কুকুর ছানা ম্যানহোলের কীটতুল্য রাজাকারের বাচ্চাগুলি এখনও বঙ্গে কেনো? যুগের পর যুগ প্রতীক্ষায় থেকে একাত্তরের চেতনায় জেগে ছিলাম. কাঙ্খিত বিজয় দেখবো বলে. কতো ফাগুন এসেছিল কতোই বা বসন্ত নিয়েছে বিদায় আশার সমাধি থাকতে নেই স্বপ্ন ভাঙ্গতে নেই তুমিই তো বলেছিলে- জেগে থেকে স্বপ্ন দেখলে পূরণ হবেই. মা ফাঁসির দাবী নিয়ে এসেছি. খালি হাতে ফিরে যেতে নয়. সব কয়টা রাজাকারের কল্লা সংগ্রহ করতে চেয়েছিলাম ওগুলো বস্তায় ভরে যমুনায় ভাসিয়ে দিতে. খালি হাতে ফিরে যেতে নয় মা. এই স্বপ্নটুকু পূরণ হয় যেনো... পিসিটাতে বেশ কিছুদিন যাবৎ প্রবলেম দেখা দিচ্ছিল। এবার নষ্টই হয়ে গেল। ঠিক করতে হবে।

আশেপাশে কোথাও কোনও সাইবার ক্যাফে পেলাম না। একটা ছিল। পাশের বিল্ডিংয়ের নিচ তলায়। সেটাও বন্ধ হয়ে গেছে। এই এলাকায় সাইবার ক্যাফে নেই বললেই চলে।

বহু সময় ধরে খোঁজাখুঁজি করে অনেক দূরে যাও একটা পেলাম- অপারেটিং সিস্টেম দূর্বল!!! ৫ মিনিটের কাজ করতে আধা ঘন্টা লাগলো। মূল্যবান কতোগুলো সময় নষ্ট হলো।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.