আমাদের কথা খুঁজে নিন

   

সাগর এর তলে মালদ্বীপ মন্ত্রিসভার বৈঠক

আমার লেখা

সূত্র: সমকাল বহুল আলোচিত সাগরতলে মন্ত্রিসভার বৈঠক আজ। ভারত মহাসাগরের ২০ ফুট তলদেশে বৈঠকে বসছে মালদ্বীপের মন্ত্রিসভা। প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এতে সভাপতিত্ব করবেন। বৈশি্বক উষ্ণায়নের নেতিবাচক প্রভাব সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই ব্যতিক্রমী এই আয়োজন। পানির নিচে এটি হবে বিশ্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক।

রাজধানী মালে থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরে গিরিফুসি দ্বীপের কাছে সাগরতলে এ বৈঠকের জন্য অশ্বক্ষুরাকৃতির একটি টেবিল প্রস্তুত করা হয়েছে। ডুবুরির পোশাক পরে প্রেসিডেন্ট ও ১৪ জন মন্ত্রী স্পিডবোটে করে দ্বীপটিতে যাবেন। পরে বৈঠকে অংশ নেওয়ার জন্য ঝাঁপ দেবেন সাগরে। বৈঠকে হাতের ইশারা ও সাদা বোর্ডের মাধ্যমে ভাব বিনিময় করবেন তারা। প্রেসিডেন্ট ও মন্ত্রীরা এজন্য প্রশিক্ষণ নিয়েছেন।

তাদের চূড়ান্ত মহড়া হয়েছে গতকাল শুক্রবার। এএফপি, সিএনএন, এনডিটিভি অনলাইন। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের একটি প্যানেল সতর্ক করে বলেছে, সাগরপৃষ্ঠের উচ্চতা ১৮ থেকে ৬০ সেন্টিমিটার বেড়ে গিয়ে ২১০০ সালের মধ্যে মালদ্বীপের দ্বীপগুলো তলিয়ে যেতে পারে। দেশটির শতাধিক দ্বীপের মধ্যে ৯০ শতাংশই সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১ মিটার উঁচু। সাগরতলে মন্ত্রিসভার বৈঠক আয়োজনের একজন সমন্বয়কারী জানান, ২০ ফুট পানির নিচে ইতিমধ্যে দু'দফা পরীক্ষামূলক বৈঠক হয়েছে।

প্রেসিডেন্ট নাশিদ এ বছরের গোড়ার দিকে ভারত, শ্রীলংকা কিংবা অস্ট্রেলিয়ায় জমি কিনে তার দেশকে সেখানে স্থানান্তরের পরিকল্পনা ঘোষণা করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.