আমাদের কথা খুঁজে নিন

   

উজান নদী : শরীফ এ. কাফী

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

Ujan Nodi by Sharif A. Kafi উজান নদী শরীফ এ. কাফী ৩০.০৯.১৯৭১ (কবিতাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় লেখা। আমি তখন সদ্য যুবক) কোন নদীতে উজান ভারী বৈঠা হাতে উজান ঠেলে উজান মাঝির ভাঙ্গা তরী মন মাঝিরা বাইতে বায়? সারা জীবন উজান বেয়ে মাঝি কেন সেই নদীতে বৈঠা টেনে ক্লান্ত হয়ে আবার যেতে ব্যাকুল হয়? সব নদীতে জোয়ার ভাটা সেই নদীটা জোয়ার ভরা বলতে পারো উজান মাঝি কোন নদীতে উজান বায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।