আমাদের কথা খুঁজে নিন

   

স্বৈরাচার দুর্বিচার : শরীফ এ. কাফী

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

Shoirachar Durbichar by Sharif A. Kafi স্বৈরাচার দুর্বিচার শরীফ এ. কাফী ০৫.০৩.১৯৯০ (কবিতাটি ১৯৯০ সালে তখনকার স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা, “বিশ্ব বেহায়া” শব্দ দুটি বরেণ্য শিল্পী কামরুল হাসানের) বুট গান ও কবিতা লেখে ট্রাক মানুষের উপড়ে চড়ে মন্ত্রী বাড়ীতে ঘুম যায় স্ত্রী তার দিন রাত রাজ প্রাসাদে অফিস করে এক জনের উগরানো উচ্ছ্বিষ্ট চেটে চেটে আর এক জন রাজার মশাইর শিষ্য বনে। এখন কিছু কিছু বুদ্ধিজীবি বুদ্ধি বৃত্তির চর্চা ছেড়ে পারিতোষিক পকেটে পুরে রাজার জন্য গান লিখে গাধার সুরে গান করে কানা বক উপোষ দেয় শকুনী ময়নার তান ধরে দোয়েল শরমে লুকিয়ে থাকে। আজব রাজার ফিকির আছে মসজিদে যায় স্বপ্নাদেশে (?) কেন্দে কেটে ভাষায় বুক রাজা মিথ্যে চেখের জলে ছলা কলার ধুম্রজালে উজির নাজির অবাক হয় মসজিদের ফ্লোরে বসে মিথ্যাচারের বহর দেখে। এমনি এক স্বৈরাচার দুর্বিচার গণতন্ত্র দাফন করে চেপে আছে মাথার ‘পরে, বলছি কী আর! বোঝ নাই? মরা গরুর হাড্ডি পেলে নেকড়ে যেমন খাবলে ধরে দেশটা এখন তেমনি এক বিশ্ব বেহায়ার খপ্পরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.