আমাদের কথা খুঁজে নিন

   

স্বৈরাচার শাষককে খুজছি

♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম মুক্ত বিহঙ্গের মতো পাখা মেলতে চাই চাই মেঘমুক্ত আকাশ। সবুজের বনে অবুঝ মন খুলে হতে চাই সুবোধ বালক। ভর দুপুরের রাখালিয়া সুরের মুর্ছনায় ভাসাতে চাই তৃষ্ণার্ত মনকে। পরাধীনতার জাল ছুড়ে ফেলে, চাই স্বাধীনতা। স্বাধীনতা পেলে আকাশ জয়ের বাসনায় বিভোর হবো।

মুক্তমঞ্চে স্বপ্ন জয়ের আহবান জানাবো। ঝিলের ধারে মাথা উচু করা সর্পরাজকে দেখো সে ও চায় স্বাধীনতা। স্বাধীনতা পেলে সৈরাচার শাষকের, মুখে একদলা থু-থু ছিটিয়ে দেব। শোষনে আর অপ-শাষনের দুষ্টহাতটাকে ঝুলিয়ে দেব অগ্নিরথের দেয়ালে এক টুকরো স্বপ্ন বুনতে কিংবা সেলামী উসলের ধান। ধর্ষিতার রক্তের দাগ মুছে দিতে চাই স্বাধীনতা ভুলে ভরা কাটাতারে ভেজালের সরগামে পরিপূর্ন বঙ্গদেশ।

স্বাধীনতা ছিনিয়ে এনে কি হলো ? শেষ রক্ষা করা তো গেল না এখনও........ --------------------------------------------------------------------------  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.