আমাদের কথা খুঁজে নিন

   

স্বৈরাচার এরশাদ আজ খুশি। নব্বই-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নায়কদেরকে ভিলেন বানানো হচ্ছে

খায়রুল কবির খোকন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সর্বশেষ নির্বাচনে নির্বাচিত জিএস। এরপর আর ডাকসু নির্বাচন হয়নি। ১৯৯০ এর স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্র-গণআন্দোলনের নির্ভীক যোদ্ধা ছিলেন তিনি। আমানুল্লাহ আমান ছিলেন ডাকসুর তৎকালীন ভিপি, নাজিমুদ্দিন আলম ছিলেন এজিএস। আমান, খোকন, নাজিমুদ্দিন আলম তখন ছাত্র নেতৃত্বের উজ্জ্বল নক্ষত্র।

নব্বই-এর উত্তাল সেই সংগ্রামমুখর দিনগুলোতে এরশাদ পতনের এক দফা দাবিতে তারা পুরো ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছেন। এমন কী রাজনৈতিক দলগুলোও সে আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে। খোকন ভাই সন্ত্রাসী ছিলেন না, ছিলেন আন্দোলন সংগ্রাম করে উঠে আসা ছাত্র নেতা। সময়ের প্রয়োজনে তারা ছাত্র সমাজকে পথ দেখিয়েছিলেন। কিন্তু সময়ের কী নির্মম পরিহাস! সেই পতিত স্বৈরাচার এরশাদ এখন মহাজোট সরকারের সবচেয়ে বড় শক্তি, ক্ষমতার আরামে মধুচন্দ্রিমায় আছেন।

পতিত স্বৈরাচার এরশাদের আশ্রয়ে ক্ষমতায় থাকা শেখ হাসিনা এখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নায়ক খায়রুল কবির খোকনকে গ্রেফতার করাল নরসিংদীর মেয়র লোকমান হোসেনের হত্যার কল্পিত অভিযোগে। তাহলে সমীকরণ কী দাঁড়াল? ১৯৯০ এর পতিত স্বৈরাচার এরশাদ আজ আমান-খোকনদের দন্ডমুন্ডের কর্তা। সেদিনের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী শেখ হাসিনা আজ স্বৈরাচারের দোসর; আন্দোলনের নায়ক খোকন আজ ভিলেন। প্রকারান্তরে এরশাদেরতো আনন্দে বোগল বাজানোর কথা। খোকন ভাই এই হত্যাকান্ডে জড়িত থাকতে পারেন তা তার শত্রুরাও অভিযোগ করেনি।

নিহত লোকমান হোসেনের চাচা হত্যার জন্য দলীয় কোন্দলকে দায়ী করেছেন, পত্রিকাগুলো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে রিপোর্ট করেছে। এসব অভিযোগ আমলে না নিয়ে গ্রেফতার করা হলো খোকনকে। কোন আওয়ামীলীগারকেও খোকনের নামে অভিযোগ করতে শুনিনি। নন্দিত নায়কদেরকে অপমান করা আওয়ামীলীগের প্রতিহিংসার রাজনীতির এক নিকৃষ্ট পরিচয়। সেই প্রতিহিংসার শিকার আজ নব্বইয়ের গণঅভ্যুথ্থানের নায়ক খোকন ভাই।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলছি। নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি, নূর হোসেন, জিহাদ, ডা. মিলনসহ নিহত সকল শহীদদের প্রতি আপনার যদি ন্যুনতম শ্রদ্ধাবোধও থেকে থাকে, তবে খায়রুল কবির খোকনকে বিনা অজুহাতে, বিনা অভিযোগে হয়রানি করবেন না। ইতিহাস বড় নির্মম। ইতিহাস কাউকে ক্ষমা করে না। স্বৈরাচার এরশাদের কোলে বসে আপনার এই স্বেচ্ছাচারিতার জন্য আপনারও বিচার হবে, ক্ষমা পাবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.