আমাদের কথা খুঁজে নিন

   

আজাইরা ওয়ারলেস ইন্টারনেট আর বেশী দামী কানেক্সন নিয়া ফেসবুক গ্রুপ।

সবাইকে রমজানের শুভেচ্ছা.....

আমাদের দেশ এখনো ভাল ইন্টারনেট পাচ্ছেনা। ডিজিটাল বাঙলাদেশের সপ্ন বাস্তবায়নের পথে এটি একটি বড় বাধা হয়ে দাড়িয়েছে। তার উপর আজ এসমস্যা কাল ও সমস্যা। গ্রামে ত এখনো যাচেছ না। বা গ্রামে গেলে গ্রামের মানুষ কেন ইন্টারনেট ব্যবহার করবে তা্ও বুঝতে পারছেনা।

আর সারাদেশে ইন্টারনেট গেলেওবা তার মূল্য ক্যামন হবে তা আমরা বুঝতে পারছিনা। বিদ্যুত সমস্যার কথা ত নাই বল্লাম। সাবমেরিন ক্যবল আসার পর ইন্টারনেট যা্ও মোটামুটি স্ট্যাবল হয়েছে তা্ও আই্এসপি গুলার থাবার শিকার। বিটিআরসি [আগের বিটিটিবি, মাঝে তত্যাবধায়ক সরকার একে বেসরকারী করে এখন কি অবস্থা জানিনা] সরাসরি কোন নেট কানেক্সন দিচ্ছেনা? ব্রডব্যান্ড ইন্টারনেট যখন আইনগত অধিকার! নামক পোস্ট হতে জানতে পারলাম ফিনল্যান্ড হবে বিশ্বের প্রথম দেশ, যার সব নাগরিকের জন্যই নির্দিষ্ট গতির ইন্টারনেট সুবিধা থাকবে। নতুন আইন অনুযায়ী এই ইন্টারনেটের গতি হতে হবে কমপক্ষে ১ মেগাবিট পার সেকেন্ড৷ আর অপর দিকে? আমাদের সেই অধিকার টাকা দিয়ে কিনতে হচ্চে।

যা কিনা আমরা মোটামুটি ফ্রিতেই পেতে যাচ্ছিলাম। কিন্তু কি হলো এক উপর ওয়ালা জানেন। আমাদের কি কি নাকি পাচার হয়ে যাবে..... ইত্যাদী ইত্যাদী। আর এখন আমার আরেকটা ব্লগে দেখুন আসেন আমরা মুখে না পারি অন্তত ইন্টারনেটের মাধ্যমেই এসব দমন করার চেষ্টা করি। ফেসবুক গুপ এর লিঙক আমার জানা মতে ফেসবুক গ্রুপ ব্যবহার করে অনেক মেসেজ সফল হয়েছে।

আসুন যোগ দিন। কথা বলুন। রুখে দাড়ান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।