আমাদের কথা খুঁজে নিন

   

একটি কন্সপিরেসি থিওরি

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

একটি কন্সপিরেসি থিওরির মুখোমুখি হলে আপনি কি করবেন ভেবে দেখার আগেই হয়ত ভয় পেয়ে যাবেন আমার হয় আমি তো ভয় পাই কোন একটা বিশেষ পজিশন নেবার জন্য পুরো সত্তা হাতড়াতে থাকে এরপর আপনি কি করবেন কিছু একটা বলবেন বা লিখবেন কোথায় যেখানে সম্ভব বাতাসে বালুতে নেটজালের শেকড়ে শেকড়ে তাতে কি হবে কি হয় নিষ্কৃতি হয় মুক্তি হয় অংশগ্রহণ হয় নি’জ হয় মনে করা যাক সবগুলো তত্ত্বের সবগুলো পাটিগণিত বীজ.. আচমকাই বদলে গেল আরে এটাইতো সবচেয়ে বড় কন্সপিরেসি বুঝলেন না আমার ভয় হয় আপনি শিশু আপনি নির্বোধ কিন্তু এই যে আপনি এত কন্সপিরেসি প্রবণ আপনার ভয় হয় না? হয় হবে না কেন সবারই হয় তবুও করেন কেন না করার ভয় হয় একটা কন্সপিরেসি না করার ভয় না থাকার ভয় একলা হবার ভয় কি ভয়ানক! কি ভয়ানক কন্সপিরেসি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.