আমাদের কথা খুঁজে নিন

   

গুচ্ছ কবিতা

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

গুচ্ছ কবিতা -আবু মকসুদ বাদুর স্বভাব শব্দের ভিখিরির বর্ণময় ধ্বনিগুলি নশ্বরতা পাক সান্ধ্য নগরীতে স্বপ্নরা বাড়ি ফিরুক ঢেউ মাড়িয়ে অনিবার্য জলে পতনের ইতিহাস হারাক মেঘের ছায়ায় আসুন, বাদুর স্বভাবী মানুষেরে ক্ষমাঘেন্না করে দেই । মানুষের মানবী মানুষ কি বুঝে মানবীর মন বুঝে কি লিখে তারা পাখিগল্প? নাগরিক জীবনে মানুষ ব্যস্ত পেটিকোট শিল্পে অথবা ব্যস্ত সুগন্ধী প্রতিমা পুজায়। নুনের পাহাড় জীবন মানে অসম্পূর্ণ জলের মুকুট সমানুপাতিক হারে পৌছাতে পারিনা বন্ধুর বাড়ি সবুজ পৃথিবী জুড়ে শুধুই চুলোচুলি, ঈশ্বর কলহ্‌ বিসর্জন পর্বে বুকে জমে ওঠে নুনের পাহাড়। পৃথিবী রক্ষায় এই বার বৃষ্টির কথা বলি পৃথিবী পুড়ে গেলে শুধু শুধু দূষন বাড়ে ভরা বর্ষার জলে মৃত পালক ভাসে চৈত্রের খরায় দুধের নহর শুষে নেয় তপ্তবালি চন্ডাল খোলস ছেড়ে বেড়িয়ে এসে আসুন, বৃষ্টির কথা বলি, সৃষ্টির কথা বলি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।