আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাটি রমযানের প্রথম সপ্তাহে লেখা!



রামাদানুল মুবারাক -এস.এম. হাসান দেখ ! রমজানের ঐ নতুন চাঁদে কিসের সুবাস জাগে- দীন-দুঃখীদের দুঃখে যেনো মোদের মনও কাঁদে, উদোরপুড়ে খাওয়া যেনো হয়না কভু আর; অনাহারীর মুখের পানে চেয়ো খানিকবার। আসমানী ঐ বানী এলো সবার তরে ভাই দিনের বেলা অনাহারে সংযত থাকা চাই, সারা বেলার উপবাসে গন্ধ মুখে তাই? খোদার কাছে ইহার চেয়ে সুরভী মধুর নাই। রোজা শুধুই খোদার তরে অন্য কেহ নয়, প্রতিদানে খোদা নিজেই এর জিম্মায় রয়; খোদার চেয়ে দামি কিছু কভু নাহি হয়, রোজ হাশরে তাঁহার মিলন অধিক মধুময়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.