আমাদের কথা খুঁজে নিন

   

একটি ফেইসবুক গ্রুপ B-SCAN



বদলে যাচ্ছে সবকিছু,প্রযুক্তির উত্তর উত্তর কল্যাণে দ্রুত এগিয়ে যাচ্ছি আমরা। দিনে দিনে হয়ে উঠছি আধুনিক। তারপরও সত্যি কি কিছু বদলাচ্ছে? যদি চিন্তা করি বাংলাদেশের একজন প্রতিবন্ধীর দৃষ্টিকোন থেকে, না কিছুই বদলাচ্ছে না? আজও তারা ঘরে বাইরে সবকিছু থেকে বঞ্চিত। আজও তারা সমাজে সম্মানের সাথে গ্রহণযোগ্য নয়। উন্নত বিশ্বে ওরা যখন জীবন কাটাচ্ছে একদম স্বাভাবিক ভাবে আমরা তখন লড়াই করছি নিজেদের অস্তিত্তকে প্রমান করতে।

সর্বত্রই তারা বৈষম্যের শিকার। সমাজ বা রাষ্ট্র কারোরই যেন সময় নেই তাদের কথা ভাবার। মাঝে মাঝে নিজেদের মনেই প্রশ্ন জাগে আমরা মানুষতো? ইন্টারনেটের কল্যাণে ফেইসবুক আজ একটি জনপ্রিয় নাম। মানুষের কাছে দ্রুত পৌঁছে যাওয়ার মাধ্যম। ঘরের বাইরে যাদের যাবার উপায় নেই তাদের জন্য যেন এক স্বপ্নলোকের চাবি।

চারদেয়ালের মাঝে বসেই পরিচয় কত শত মানুষের সাথে,দেশে এবং বিদেশে। তাদের মাঝে এমনও অনেকে আছেন, সারাজীবনেও যাদের সাথে কথা বলার সুযোগই হয়তো হতো না আমাদের। ত্রিশ কোটি সদস্য আজ ফেইসবুকের। বাংলাদেশের সেলিব্রেটিরাও আজ একে ব্যবহার করছেন সরাসরি দর্শক মতামত জরিপের মাধ্যম হিসাবে। এখানে আছেন সাংবাদিক,লেখক,বড় বড় এনজিও,জাতিসংঘের বিভিন্ন সংস্থাও।

কক্সবাজার ও সুন্দরবনকে তালিকার শীর্ষস্থানে তুলে আনার ব্যপারে ফেইসবুকের বিশেষ ভুমিকা রয়েছে। আছে অনেক রকম মত প্রকাশেরও সুযোগ,গড়ে তোলা যায় নিজস্ব মতবাদের দল। আজ আমি আপনাদের তেমন একটি দলের কথাই বলবো,যারা নিরুপায় হয়ে তাদের অধিকার আদায়ের পথ হিসাবে ফেইসবুক কে বেছে নিয়েছে। আমি তাদেরই একজন। প্রতিবন্ধীদের অধিকার আদায়ে আমরা একটি গ্রুপ খুলেছি যার নাম ‘’ Bangladeshi Systems Change Advocacy Network (B-SCAN)’’ ।

যেই গ্রুপটি ইতিমধ্যেই অনেকের নজর কাড়তে সক্ষম হয়েছে। দুই মাসে সদস্য সংখ্যা পৌঁছেছে প্রায় দুই হাজার পাঁচশতে। আমাদের কাজ প্রতিবন্ধীদের প্রতি মানুষের দৃষ্টিভংগীর পরিবর্তন করা। মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠা পেতে তাদের মাঝে আত্নবিশ্বাস গড়ে তোলা। এমন একটি জায়গা তৈরী করা যেখানে আমরা খুব সহজে একত্রিত হতে পারবো।

ফেইকবুক যে এখন একটি তেমনি গুরুত্তপূর্ণ জায়গা সেটা বলার অপেক্ষা রাখে না। আমদের মুল স্লোগান ‘’সর্বত্র প্রবেশের সুবিধা চাই’’। সেটা হতে হবে শিক্ষা,চাকুরী,যাতায়াত,বাসস্থান,বিনোদন ইত্যাদি সর্বত্র। সেই লক্ষ্যে বাংলাদেশে গড়ে উঠুক একটি সুষ্ঠু অবকাঠামো। যেখানে একজন প্রতিবন্ধী নিজেকে সাবলম্বী হিসাবে গড়ে তুলতে পারবে।

শুধু ফেইসবুকে বসে কোনদিন এই কাজ স্মপন্ন হবে না আমরা জানি। কারণ প্রযুক্তি আজও পৌঁছায়নি বাংলাদেশের ঘরে ঘরে। তারপরও দেশের শিক্ষিত জনশক্তির একটা অংশ কিন্তু এখানেই আছেন। তাই জায়গাটিকে হালকা করে দেখার কোন সুযোগ নেই। এখান থেকেই তৈরী হতে পারে সেই জনমত তৈরীর ভিত্তি যদি আপানারা আমাদের পাশে এসে দাঁড়ান।

আমাদের প্রথম লক্ষ সেটাই। আপনাকে কি পাবো আমদের পাশে? সালমা মাহবুব Admin Bangladeshi Systems Change Advocacy Network (B-SCAN) (Click This Link) Email:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.