আমাদের কথা খুঁজে নিন

   

ভেবে দেখবেন কি?

সবাইকে শুভেচ্ছা...
খবরটা আসলেই চোখে পরার মত! প্রগতিশীল সমাজে অচ্ছ্যুত রাজনৈতিক দল জামায়েতে ইসলামীর আমীর নির্বাচন চলছে গোপন ভোটের মাধ্যমে। ৩ জন প্রার্থী; বর্তমান আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, মকবুল হোসেন এবং জনাব মুজাহেদী। ২০১০-২০১২ সালের আমীরী পদের জন্যে এই নির্বাচন। ৭২ টা সাংগঠনিক জেলায় ২৭ হাজার রোকন গোপন ব্যালটের মাধ্যমে তাদের আমীর নির্বাচন করছে, চারজন নির্বাচন কমিশনারের দ্বারা পরিচালিত ৪০ জন প্রিজাইডিং অফিসারের মধ্যমে ইতিমধ্যে ৩৫টি সাংগঠনিক জেলার ১১ হাজার রোকন ভোট দিয়েছে। ক'মাস আগে আওয়ামী লীগও তার নেতা/নেত্রী নির্বাচিত করেছে, জানুয়ারীতে অন্য জায়ান্ট বিএনপিও আয়োজন করতে যাচ্ছে তার আভ্যন্তরীন নেতা/নেত্রী নির্বাচন।

যে গনতন্ত্রের দোহাই দিয়ে আওয়ামী লীগের মত সফল ক্ষমতাসীন দল রাজনীতি করছে সে দলে কি কল্পনা করা যায় সভাপতি পদের জন্যে ৩ জন প্রার্থী? শেখ হাসিনাকে ডিংগিয়ে কেউ যদি সভাপতি পদে প্রতিদন্ধিতা করতে চায় তার পরিনতি কি জলিল সাহেবের মত হবেনা? খালেদা জিয়ার সাথে প্রতিদন্ধিতা করার মত কোন মার সন্তান কি বিএনপির জড়ায়ুতে জন্ম নিয়েছে? জামাতে ইসলামের ১৫ হাই কমান্ডের শূরা পরিষদের ১১ জনের বিরুদ্বেই রয়েছে যুদ্বাপরাধের অভিযোগ। হয়ত খুব অল্প সময়ের ভেতর এদের বিচারের মুখোমুখি হতে হবে। ধরে নেই ৩ আমীর প্রার্থীর সবাইকে বিচারে দোষী সাবস্থ্য করে জেলে পাঠানো হল, ভেংগে পরবে কি আজকের জামাতে ইসলাম? মনে হয়না, অচ্ছ্যুত হলেও দলটি এক ব্যক্তি ভিত্তিক নয়, পাশাপাশি দলটিতে চর্চা হচ্ছে গনতন্ত্র। কি হবে আওয়ামী লীগের যদি শেখ হাসিনা সহ শেখ পরিবারের বাকি সবাই কোন কারনে অক্ষম হয়ে পরেন বাংলাদেশে রাজনীতি করার? জিয়া পরিবার ছাড়া বিএনপির মত মেগা লুটেরা দল ৪০ দিনের বেশী রাজনীতির মাঠে টিকে থাকবে এমন কথা স্বয়ং বিএনপির হাই কমান্ডও বিশ্বাষ করেনা। ব্যপারটা কি হচ্ছে তা হলে! আমরা গনতনন্ত্রের ভীত গড়ে তুলছি দুই পরিবারের হাতে গোনা ক'জন মানুষকে ঘিরে।

কি এমন গ্যারান্টি এই মানুষগুলি হাজার বছর বেচে থাকবে? পরিবার দু'টোর রাজনৈতিক মৃত্যু হলে ক্ষমতার দিগন্তে জামাতে ইসলামীর মত দলগুলো কি নতুন শক্তি হিসাবে আবির্ভূত হবেনা? রাজনীতির নামে ব্যক্তি পূজার যে গনতন্ত্র আমাদের দেশে চর্চা হচ্ছে তাতে লং টার্মে লাভবান হচ্ছে মৌলবাদী জামাতে ইসলামের মত দলগুলি। আমাদের সকলেরই জানা এই দলের রাজনৈতিক ফিলসফি হচ্ছে শরিয়া আইন, এক কথায় আফগান ষ্টাইলের সমাজ ব্যবস্থা। আমরা কি তৈরী তালেবানী সমাজ ব্যবস্থায় বাস করতে? যদি না থাকি তাহলে নতুন করে ভাবা উচিৎ এক ব্যক্তি ভিত্তিক 'গনতান্ত্রিক' স্বৈরাচারী শাষনের ভবিষৎ নিয়ে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.