আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ার বিরুদ্ধে সীমিত ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র

সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগ এনে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে শায়েস্তা করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। তবে এই হামলা সীমিত পর্যায়ের হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমরা এমন একটি বিশ্ব মেনে নিতে পারি না, যেখানে নারী, শিশু ও নিরীহ বেসামরিক লোকজনকে ভয়ঙ্কর মাত্রায় গ্যাস প্রয়োগ করা হয়।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রীতিনীতি মেনে চলার বিষয়টি নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের।
ওবামা দাবি করেন, সিরিয়ার রাজধানী দামেস্কে ২১ আগস্টের রাসায়নিক হামলা বিশ্বের জন্য হুমকি, আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.