আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক হামলার মার্কিন অভিযোগ অর্থহীন: পুতিন

যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের যে অভিযোগ এনেছে, সেটিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ শনিবার ‘পুরোই অর্থহীন’ বলে অভিহিত করেছেন। তিনি একই সঙ্গে যুক্তরাজ্যের ভূমিকা নিয়েও হাস্যরস করেছেন।
বিবিসি বলছে, পুতিন ওয়াশিংটনকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, দাবি সত্যি হলে যুক্তরাষ্ট্রের উচিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রমাণাদি পেশ করা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির গোয়েন্দাদের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে সিরিয়ায় সামরিক হামলা চালানোর যে ঘোষণা দিয়েছেন, সেটির পরিপ্রেক্ষিতে পুতিন আজ এ ঘোষণা দিয়েছেন বলে অনুমান করা হচ্ছে।
পুতিন এমন দিনে তাঁর এ ঘোষণা দিলেন, যখন সিরিয়াতে কর্মরত জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পরিদর্শকেরা তাঁদের নমুনা সংগ্রহের কাজ শেষ করেছেন।
বিবিসি জানায়, জাতিসংঘের অস্ত্র পরিদর্শকেরা আজ শনিবার তাঁদের চার দিনের কাজ শেষ করে সীমান্ত পেরিয়ে লেবাননে চলে যান। ২১ আগস্টে সিরিয়ার বহু মানুষের মৃত্যুর কারণ রাসায়নিক অস্ত্র নাকি অন্য কিছু, সেটি তদন্ত করে দেখা ছিল এ দলটির কাজ। তবে সরকার নাকি বিদ্রোহী জোট, কারা এ হামলার জন্য দায়ী, তা জানাতে পারবে না এ দলটি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.