আমাদের কথা খুঁজে নিন

   

নতুন সংজ্ঞায় সংজ্ঞায়ীত হচ্ছে ট্রাফিক সিগনাল

তৃতীয় বিশ্ব নয়, বাংলাদেশকে দেখতে চাই প্রথম বিশ্বের কাতারে
এতদিন জানতাম গ্রীন সিগনাল মানে নিরাপদ। রাস্তায় ট্রাফিক সিগনাল গ্রীন হলে গাড়ী চলে। পথচারী পারাপারের সিগনাল গ্রীন হলে মানুষ জেব্রা ক্রসিংএ রাস্তা পার হয়। আবার সিগনাল রেড হলে গাড়ী থামে। পথচারী পারাপারের সিগনাল রেড হলে মানুষ জেব্রা ক্রসিংএ থামে, রাস্তা পার হয়না।

কিন্তু চিরাচরিত এই নিয়ম বোধহয় আর বেশিদিন ভাত পাবে না। খুব শীঘ্রই সিগনাল পাল্টে যাবে। অর্থাৎ পুরো উল্টো হয়ে যাবে এই নিয়ম। মানে হচ্ছে, সিগনাল রেড হলে গাড়ি চলবে এবং সিগনাল গ্রীন হলে গাড়ী থামবে। এবং এই কৃতিত্বের একমাত্র দাবিদার বাংলাদেশ।

ইতিমধ্যে বাংলাদেশের রাস্তায় (ঢাকার রাস্তায়) পরীক্ষামূলক ভাবে এই নতুন সিগনালিং চালু হয়েছে (বিভিন্ন ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সিগনাল ঘুরে এ তথ্যের সত্যতা পাওয়া গেছে)। নতুন পদ্ধতির ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান এ প্রকল্পের নানা টেকনিক্যাল দিক নিয়ে গবেষণা করছে। বিশ্বস্ত সূত্রে পাওয়া (স্বপ্নে প্রাপ্ত) তথ্যে জানা গেছে আগামী বছর বাংলাদেশ জাতীসংঘে এই নতুন সিগনাল পদ্ধতি বিশ্বব্যাপী চালু করার আহ্বান জানাবে এবং এটি সফল ভাবে প্রচলন করার জন্য যাবতীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করবে। ইতিমধ্যে বাংলাদেশ ট্রাফিক পুলিশের একটি বিশেষজ্ঞ দল বিশ্বব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করার জন্য প্রস্তুত হচ্ছে।

যদি এটি সফল ভাবে করা যায় তাহলে বিশ্বব্যাপী বাংলাদেশের ইমেজ (JPG/BMP/GIF) অনেক বেড়ে যাবে। তাই আসুন আমরা সবাই মিলে এই মহান প্রকল্প সফল করার জন্য এগিয়ে যাই। কৃতজ্ঞতা প্রকাশ: বাংলাদেশ ট্রফিক পুলিশের সকল সার্জন ও পুলিশকে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.