আমাদের কথা খুঁজে নিন

   

স্বচ্ছ একটা প্রেম

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । নির্মোহ কোন প্রেম নেই পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে ব্যস্ত সবাই । কী পেলাম ? আর কী হারালাম ? হিসেবে মত্ত সারাক্ষণ নিঃস্বার্থ ভালবাসা কি তবে শুধুই প্রহসন ? ভালবাসা আজ এক পণ্য আবেগ নামের বোধটুকু কি কেনাবেচার জন্য ? আজ ভালবাসা কেবলই দৈহিক রুপ , যশ এর এ খেলা কতটা মানবিক ? এমন প্রেম কি পাব ? বুনো মেঘের মত ভেসে বেড়াবে নিশ্চিন্ত , নিঃসংশয় থাকবেনা তার হারাবার মিছে ভয় ? আমি চাই ঘাসফড়িং এর মত সবুজ প্রেম যার আছে উড়ে বেড়াবার স্পর্ধা যে প্রেমে নেই কোন সংকোচ , দ্বিধা । স্বচ্ছ একটা প্রেম ঝর্ণার বহমান জলের মত টলটলে নীরব কান্না ঝড়িয়ে যেন প্রাণের কথা বলে । সেই প্রেম আজো খুজি প্রেম মানে তো সেটাই বুঝি । স্কেচ : সংগৃহীত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।