আমাদের কথা খুঁজে নিন

   

স্বচ্ছ জল সেও জটিল ভীষণ

পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম জীবনের শূন্যের সংখ্যায় আমি যেন শুধু আগে পিছে অংক বসাই তবু ঘুরে ফিরে সেই শূন্যতায়ই থেমে যাই আমার চারপাশ জুড়ে ঘন মেঘের ছায়া ফ্যাঁকাসে স্যাঁতসেঁতে বৃষ্টিহীন আলোহীন জগৎ... আমাকে তাড়া করে ফিরে কোন এক আদিম ভুল আমি যেন বন্দী হয়ে থাকি সেই দুঃস্বপ্নে মুক্তি......সে আলেয়ার আলো কষ্ট.......সে বিলাসী একে একে সবগুলো নক্ষত্র আমার সীমানা ছাড়িয়ে যায়... সব ছায়াপথ সরিয়ে নিজেকে স্বচ্ছ করে দেয় স্বচ্ছ জল সেও জটিল ভীষণ নিজেই আড়াল হয়ে থাকি নিজের কাছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।