আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার রাজীবের মৃত্যুঃশাহবাগ আন্দোলন

অশরিরী আলোর তীব্র অপেক্ষায় পার করি প্রতিটি ন্যানো সেকেন্ড !!! শাহবাগের আন্দোলন কোন শক্তি প্রদর্শন অথবা অর্থের কাছে মাথা নত করবে না জানার পর থেকেই সম্ভবত বিভিন্ন বিতর্কিত বিষয়ের অবতারনা করছে যুদ্ধাপরাধীরা। ধর্ম যার যার ব্যাক্তিগত ব্যাপার। এই ইস্যু রাজনীতির মাঠে আনার কোন যৌক্তকতা আমি আদৌ খুঁজে পাই না। যে মানুষটি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, এই আন্দোলনের পক্ষে থাকার জন্য এত নৃশংস ভাবে নিহত হল, তার মৃত্যূর পর সেই মানুষটার ধর্ম বিশ্বাস নিয়ে এত এত চুলকানি আলোচনা দেখে আমি সত্যিই বিস্মিত। জামাত শিবিরের হাতে ব্লগার রাজীব নিহত হয়েছেন, আর আমরা ব্লগে, ফেসবুকে তার ক্ষত বিক্ষত লাশ নিয়ে আরো খোঁচাখুঁচি শুরু করে দিয়েছি।

আমরা যা বিশ্বাস করি সেটাই কেন সবাই কে বিশ্বাস করতে হবে? ভিন্নমতকে আমরা কেন আমাদের মত করে দেখব। সবাইকে অনুরোধ করছি, যে দাবী নিয়ে আমরা রাজপথে নেমেছি, সেখান থেকে সরে আসার কোন সুযোগ নেই। জামাত শিবিরের ধর্ম নামের এই কূট অস্ত্র আপনাদের হাতে, লেখায় মানায় না। জামাত শিবিরের পাতানো ছকে আমরা নিজেদের সমর্পন করতে পারিনা। এর আগে অগ্নিকন্যা লাকীর ব্যপারে আমরা যেমন একতাবদ্ধ ছিলাম, চলুন ধর্মের কাঁদা ছোড়াছুড়ির সময় আমরা আবারো ঐক্য বদ্ধ থাকি।

রাজাকার দের ফাঁসি, জামাত শিবির সহ ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ এবং ব্লগার রাজীবের হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের আগে, এই রাজপথ আমরা কোনভাবেই ছাড়ছিনা। ব্লগার রাজীবের আত্মার শান্তি কামনা করি। আমাদের ধমনীতে শহীদের রক্ত, এই রক্ত কোন দিন বৃথা যেতে দিব না। । এই রক্ত কোন দিন পরাজয় মানে না।

। এই রক্ত কোন দিন আপোষ রফা করে না। । এই দেশের মাটি থেকে সব ধরণের ধর্মান্ধতা, ধর্ম ব্যবসা বন্ধ করেই আমরা ঘরে ফিরব। মুক্তিযুদ্ধের চেতনা আর একটি প্রগতিশীল বাংলাদেশ কে আমরা স্বপ্ন থেকে এবার মাটিতে নামাবোই নামাবো।

জয় বাংলা। জয় জনতা। ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.