আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইভেসি সেটিংস আপগ্রেড হচ্ছে ফেসবুকে

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।
আপনার বন্ধুরা ফেসবুকে আপলোড করে দিয়েছেন কিছু ছবি, যেখানে দেখা যাচ্ছে গত মাসে বন্ধুদের নিয়ে যখন ইনানী বিচে সবান্ধব গিয়েছিলেন, সে সময়ের সরস কিছু মুহূূর্ত। এদিকে আপনার মেঝ চাচা বা বড় খালু আপনারই ‘ফেসবুক ফ্রেন্ড’। ব্যাপারটা একটু কেমন হয়ে গেলো না! আপনি কি চাইবেন ওই ছবিগুলোর দিকে চাচা ভ্রু কুঁচকে তাকিয়ে থাকুন? চিন্তার কিছু নেই, শীগগিরই এর সমাধান আসছে ফেসবুকের প্রাইভেসি সেটিংসে। খবর টেকনিউজওয়ার্ল্ড এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেসবুকে এমন কিছু সিকিউরিটি আপগ্রেড যোগ করা হবে যার ফলে আপনি ঠিক করে দিতে পারবেন আপনার কোন কোন বিষয় কোন ধরণের ফেসবুক বন্ধুরা দেখতে পারবেন। বিশেষ করে যে পোস্টগুলো আপনি ফেসবুকে তুলে দিচ্ছেন। বিশ্বের সবচেয়ে বড় সোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক জানায়, নতুন এই প্রাইভেসি আপডেটের বাটন ফেসবুক পেজের ওপরদিকে থাকবে। ফেসবুক কোম্পানির ব্লগে ইঞ্জিনিয়ার ওলালুয়া ওকেলোলা লিখেছেন, নতুন পাবলিশারে বেশ খানিকটা পরিবর্তন আনা হয়েছে। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটি হলো, এখন যেমন আপনি স্ট্যাটাসে লেখেন “হোয়াট’স অন ইয়োর মাইন্ড?” প্রশ্নটির উত্তর, সেইরকম সহজেই আপনি লিখে দিতে পারবেন আপনার নতুন পোস্টটি কে কে দেখতে পাবেন।

ওকেলোলা আরো ব্যখ্যা করে বলেন, কোনো পোস্ট হয়তো আপনি সব বন্ধুর সঙ্গেই শেয়ার করতে চাইবেন, যেমন, ‘কি চমৎকার আবহাওয়া’ বা ‘ভোটটি অমুককেই দিলাম’। এর বাইরে কিছু পোস্ট হয়তে আপনি ঠিক সবাইকে জানাতে চাইবেন না, যেমন আপনার নতুন ফোন নাম্বার। কিছু পোস্ট হতে পারে একেবারেই খুব ঘনিষ্ট বন্ধুদের জন্য, ধরা যাক, ‘২৪ তারিখ পুরোনো বন্ধুদের গেট টুগেদার ও ডিনার বার্বিকিউ গার্ডেনে, সন্ধ্যা ৭:৩০’। তিনি বলেন, নতুন প্রাইভেসি সেটিংসে এই কাজগুলো আপনি করতে পারবেন অনায়াসেই। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই সেটিংস ক্যাটেগরি হবে অনেকটা বর্তমান ফেসবুক পেজের সেটিংসের মতোই।

এখন যেমন সেটিংস পেজে দেখা যায় বিভিন্ন অপশন যেমন, এভরিওয়ান, ফ্রেন্ডস অ্যান্ড নেটওয়ার্কস, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এবং কাস্টম। কাস্টম ক্যাটেগরিতে আপনি ড্রপডাউন লিস্টে সেইসব বন্ধুদের নামের পাশে টিক মার্ক দিয়ে দিতে পারবেন যাদের আপনি আপনার পোস্টটি দেখাতে চান। অবশ্য, কবে নাগাদ এই সুবিধা প্রায় ২০ কোটি ফেসবুক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দেয়া হবে, তা এখনো জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ। তথ্যসূত্রঃ Click This Link
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.