আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক দলের লেজুড়বৃত্তির কলাম লেখার জায়গা পত্রিকাঃ ব্লগ নয়

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে

বাংলাদেশের মিডিয়া গুলো রাজনৈতিক দর্শনে কলুষিত...সংবাদ বা ভোরের কাগজ বললে যেমন আমরা বুঝি মৌল আওয়ামীলীগ পত্রিকা বা দিনকাল বা আমার দেশ বলতে বুঝি মৌল বিএনপি পত্রিকা... যারা এইসব পত্রিকা রাজনৈতিক কলাম লেখে পয়সা এবং বাহবা্ কামান...কামাতে পারেন...কারণ পত্রিকা একটা একমূখী মিডিয়া...পাঠকের সাথে সেখানে মিথস্ক্রিয়া নেই... কিন্তু সামুর মত কমুউ্যনিটি ব্লগ সেটা নয়...এখানে লেখা আসা মানে পাঠকের সাথে ইন্টারেকশ্যান হবে...মতামত আসবে...ভালো লাগা-খারাপ লাগা আসবে....নোটিশবোর্ডোর আজকের পোষ্টেও ১৭ জন তাদের খারাপ লাগা জানিয়েছে....এটাই ব্লগের শক্তি... সেখানে কেউ বা কারা যদি আত্মঅহমিকায় ভোগেন যে সবাই তাদের পোষ্টে + দিবে আর বাহবা্ দিবে...তবে তাদের জন্য কমুউ্যনিটি ব্লগ নয়....দুঃখ লাগে এই ধরণের গোষ্ঠীর অনুরোধেই আবার মাইনাচ অপশনটি সীমিত করা হলো...এখন প্রথম পাতায় এইসব নিয়ে পাল্টা পোষ্ট আসবে আরো বেশি....বির্তকিত ব্লগাররা বিনাদ্বিধায় সবাইকে ব্লক করে পোষ্ট দিয়ে যাবে.... এটা কিভাবে ব্লগিং হলো আমার ছোট বুদ্ধিতে কুলালো না...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.