আমাদের কথা খুঁজে নিন

   

আমার বউয়ের গুণকির্তন-১

sawhir@yahoo.com

৩রা এপ্রিল ২০০৯ সালে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বন্ধনে আবদ্ধ হলাম। অর্থ্যাৎ বিয়ে করলাম। অনেক খোজাখুজি, অনেক ঘাটাঘাটি, অনেক দেখাশুনা, অনেক হে না তারপর ফিক্সড হয়েছিল শুভকাজের দিন-তারিখ। আসলেই আমার জন্য অনেক শুভ ছিল । আল্লাহর কাছে আমার লক্ষ-কোটি শুক্রিয়া।

সবাই চায় তার বউ পৃথিবীর সবচেয়ে সুন্দরী হবে, ঠিক আমিও তা চেয়েছিলাম এবং বাস্তবায়িতও হয়েছে, আমার বউ সবচেয়ে সুন্দরী, ধৈর্য্যশীল, ভদ্র, নম্র আচার-ব্যবহার। সবচেয়ে বড় কথা হলো সে আমাকে প্রচন্ড রকম ভালবাসে সম্মান করে। বর্তমান ডিজাটল জগতের মেয়ে হয়েও প্রচুর স্বামীভক্ত। আমার প্রত্যেকটি কথা তার কাছে নাকি অমৃতের বাণীর মত মনে হয়। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমার গুণগত মান যেন তার কাছে বজায় রাখে এবং মনের অজান্তেও যাতে তাকে কোন কষ্ট না দেই।

তার আর একটি লক্ষী দিক হলো চাহিদার পরিমান খুবই সামান্য, অতি সামান্য বলা চলে, এটা বংশগত গুণ। আমার কাছে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে লক্ষী বউ পেয়েছি। আল্লাহ তোমাকে অনেক থ্যাংকস, অনেক শুকরিয়া। নেক্সট পোষ্টে আলাদা করে গুণকীর্তন করব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।