আমাদের কথা খুঁজে নিন

   

রেসিডেন্ট ভাড় এবং ভাড়িনী: ভাইজান আমি কিন্তু কিছুই জানি না!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

১) প্রথম ভাবছিলাম পড়ালেখা করতে হবে, কিন্তু এখানে এসে দেখি পুরা উল্টো, ল্যাব এ বইসা সার্কটি বানাও, তারপর আউটপুট মিলাও, নাইলে খবর আছে। আমার আবার ল্যাপটপ নাই, থাকলে তো প্রোগ্রামে কইরা এইসব ব্যাপারই না। তবে ল্যাবটা খুব ভালা, আমার লিগা ২৪ ঘন্টা খোলা! উপরের কথাগুলান বলার কুনো মানে হয় না, কারন আমার এইসব আউল ফাউল কথা মানুষের পড়নের আসলেই টাইম নাই! ২) একবার এক নতুন হুজুর এক মসজিদে জয়েন করলো। ছোট্ট গ্রাম, তাও মসজিদ বানাইছে গ্রামের চোর চ্যায়ারম্যান, বেতন ভালো দেইখা হুজুরে করলো জয়েন।

একদিন জুম্মাবার হুজুর ব্যাপক খুতবা দিতাছেন মানুষের গুনাহ আর টাকা মাইরা খাওন নিয়া। সেদিন আবার চ্যায়ারম্যান সাহেব নামাজে আসেন নাই, কারন তার জ্বর। তাই হুজুর গলা ফাটাইয়া ওয়াজ দিতাছে। হঠাৎ মুসল্ললিদের মধ্যে একজন খাড়াইয়া কইলো," ভাইজান, আপনি যে গত হাটবার আমার চপ্পল জোড়া পইড়া আইলেন, সেইডা নিয়া কি লিখছে সেইডা কন?আর চপ্পলডা কবে ফেরত পামু সেই সময়ডার কথা কি উল্লেখ আছে?" হুজুর গলা খাকাড়ী দিয়া কইলো," ভাই সকল আসেন আমরা সুন্নত নামাজ পইড়া নেই। বাকী বিষয় আমরা আগামী খুতবায় বলবো!" আসলে সময় চলে গেলে সবার সব গুনাহ নিয়া মাফ কইরা দেওন উচিত।

কিন্তু সমস্যা হইলো যাগো নিয়া সমস্যা তারাই যদি নিজেরা মিটমাট কইরা ফেলে তাহইলে ঘটনাটা নিয়া অন্য কারো মাথা ব্যাথা থাকনের কুনো মানে হয় না! ৩) আমাদের কলেজ বা ভার্সিটিতে একখান নিয়ম আছিলো সবাই নিজের বাপ দাদার নামের সাথে বন্ধ বান্ধবগো নাম দেওনের রেওয়াজ! আমারও অনেক নাম ছিলো আমিও মেলা লোকের মেলা নাম দিছিলাম। কেউ নাম শুনলে দাবড়াইতো, কেউ গালি দিতো। এই নিয়া তাবলীগের পুলাপান কোমড় বাইন্ধা লাগলে আমি তাগো লুঙ্গী দিতাম টান! জনপ্রিয়তার কেমুন ব্যামো! ৪) একটা প্রাকটিস আছে যদি কুনো জামাতী নেতারে পেপারে গালাগালী দেয় বুলগে আইসা দেখা যায় জামাতী পুলাপান সমানে গালাগালী যুক্ত পোস্ট করতে আইসা গাইল খায়। সেম কথা বিএনপি আ.লীগ এর জন্যও প্রযোজ্য! কিন্তু ভাই এটা কি ঠিক, যেই পেপারে গাইল দিছে সেই পেপারে আপনি গালাগালি বা প্রতিবাদ না কইরা আপনি বুলগে আইসা পাতা নস্ট বা কাইজ্জা করনের সুযোগ দেন কেন? এই টা কি এমুন যে গলির কুকুর গলিতে চিল্লায়, গলির বাইরে ভিজা বিলাই! তাইলে ইহা প্রমানিত হইতাছে যে রাস্তায় কেউ আমারে গালাগালি করলে আমি এইটা বুলগে আইসা কথা কমু! ৫) বাঙ্গালী বিস্মৃতিপরায়ন জাতী। আমি বিস্মৃতিপরায়ন! আমি কি কইছি ভুইলা গেছি! একখান কথা আছে বুকা মানুষের শত্রূ কম! বুকা শব্দটা মাথায় আইসা মনে পড়ে গেলো পল ওকেন ফিল্ডের একখান এ্যালবাম নাম বুন্কা! এলবামের একটা মিউজিক বর্ন আইডেন্টিটির একটা সিরিজে টাইটেল ছিলো! এ্যালবামখান ও সেরম ছিলো।

একখান নাম্বার ছিলো টাইম অফ ইউর লাইফ, সেরকম কম্পোজিশন! আপনারা যদি পারেন একটু শুইনেন, আরে ভাই টেনশন কিউ লেনেকা, টেনশন লেনেকা নেহী দেনেকা হ্যা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.