আমাদের কথা খুঁজে নিন

   

সৌদি প্রবাসীঃ অনলাইনে জেনে নিন আপনার রেসিডেন্ট পারমিট(ইকামা) সংক্রান্ত সব তথ্য

আমি করি চিৎকার, বলি বার বার বাংলাদেশ আমার দেশ

সৌদি আরবে অবস্থান কারি প্রবাসীরা এখন সহজেই অনলাইনে আপনার রেসিডেন্ট পারমিট(ইকামা), ভিসা, এক্সিট-রিএন্ট্রির মেয়াদ, নবায়ন ইত্যাদি সংক্রান্ত সকল তথ্য ইন্টারনেটে পাবেন। কষ্ট করে এখন আর জাওয়াজাত( পাসপোর্ট) অফিসে লাইন দিতে হবে না। রেসিডেন্ট পারমিট(ইকামা)র মেয়াদ জানতেঃ Click This Link রেসিডেন্ট পারমিট(ইকামা)র বর্তমান অবস্থা (হুরুব/পলাতক কেস) জানতেঃ Click This Link ফিঙ্গারপ্রিন্ট আপডেটেট আছে কিনা জানতেঃ Click This Link ভিসার মেয়াদঃ Click This Link ইনস্যুরেন্স ভ্যালিডিটিঃ Click This Link হজ্বের পাস (তাসরিহ) এ বছর পাবেন কিনা জানতেঃ Click This Link ট্রাফিক ফাইন (গারামা) আছে কিনা জানতেঃ Click This Link ট্রাফিক ফাইনের বিস্তারিত (কখন/ কোথায়) জানতেঃ Click This Link গাড়ির ইন্স্যুরেন্সঃ Click This Link নাগরিক/ রেসিদেন্ট সুবিধা সমুহ: Click This Link সৌদি স্বরাস্ট মন্ত্রণালয়ঃ http://www.moi.gov.sa/wps/portal/home বিঃদ্রঃ পোস্ট দেয়ার অন্যতম কারন হ্ল গত সপ্তাহে আবুল নামের ১ বাঙ্গালী শ্রমিকের সাথে দেখা হয়েছিল, তিনি নাকি আজ ১ বছর ধরে অবৈধ, কারণ জিজ্ঞেস করলে তিনি বললেনঃ গত বছর ১জন বাঙ্গালী শ্রমিক কে দিয়ে জাওয়াজাত (পাসপোর্ট) অফিসে খোজ নিয়েছিলেন, সে তাকে বলেছিল যে উনাকে উনার মালিক (কফিল) হুরুব(পালিয়ে যাওয়া কেস) দিয়েছে, এই খবর শুনার পর উনি আর মালিকের কাছে ফিরে যান নি, কাগজ পত্র রিনিউ করেন নি । কিন্তু প্রকৃত সত্য উনাকে উনার মালিক হুরুব কেস দেয়নি, যার মাধ্যমে উনি পাসপোর্ট অফিসে খোঁজ নিয়ে ছিলেন সেই লোক মুর্খ হওয়ায় রেসিডেন্ট পারমিটের স্ট্যাটাসের কম্পিউটার প্রিন্ট পড়তে পারে নি, আন্দাজে বলে দিয়েছে উনাকে গুরুব কেস দেয়া হয়েছে, আর অই আবুলও কেসের ভঁয়ে সত্যাসত্য যাচাই করতে যান নি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.