আমাদের কথা খুঁজে নিন

   

বিষণ্ণ দুপুরের অতিথি



আমার বিষণ্ণ দুপুরের ছোট্ট অতিথি, গল্পের যতিপথে যদি চলেই এলে ক্ষররোদ এই শহরে ভিড়ের রাস্তা পেরিয়ে তবে ঘরে এসে বসো সহজ করে নাও নিজেকে । ফ্রিজে রাখা ঠাণ্ডা পানীয়গুলো চুমুক দিয়ে দেখতে পার, যদি ভালো লাগে; আর ঐ নীল মলাটের ছবির বইটা, পাশেই রাখা খুলে দেখতে পার ইচ্ছে হলে । তোমাকে খুশী করতে পারি এমন কিছু নেই আমার ঘরে ভোলাব কি দিয়ে? বলবোনা সন্ধ্যেটা কাটিয়ে যাও আমার সাথে ইচ্ছে হলে চলে যেও, থাকতে চাইলে বেশ। তার আগে আরাম করে বসো ঐ গদিআটা চেয়ারটায় আর আমাকে বলো বলতে ভাললাগে যা কিছু তোমার ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।