আমাদের কথা খুঁজে নিন

   

লুঙ্গি পড়তে আমার ভাল লাগে.( সেটা ব্যক্তিগত) ...কিন্তু অন্যরে সমস্যায় ফেলা আসলেই ভালা কাজ না।

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
ঢাকা ক্লাব এর নাম শুনেলেই আমি একদল মাতাল আর বিত্তশালীর অর্থের ঝনঝনানির উদ্ব্যত্বর দৌরাত্ব ভাবনায় খুঁজে পাই, এর মুখ্য কারন ছোট থেকে ঢাকা ক্লাব সম্পর্কে নানান কু কর্ম আর কাজের কথা শুনেছি যা আসলে ঐ শাহবাগে ঐ ক্লাবের চারদেয়ালেরবাইরের প্রকৃত সংস্কৃতির সাথে ঠিক মানাসই না এই দেশে । এমনো শুনেছি ঐ খানে গাড়ীর চাবির মত বউ টউও বদলের খেলা চলে । আসলে শোনা কথায় কান দিতে নাই কিন্তু শোনা কথা মাথায় তো জইমা থাকে , কিছু করার নাই। যা হোক ঢাকা ক্লাব নিয়া রচনা তৈরী আমার উদ্দেশ্য নয়। তারপরো আরেকটু বলতেই হয়, ঐ ঢাকা ক্লাবের কোন এক বিশিষ্ট সদস্যর আদুরে সন্তান আমার সহপাঠী থাকায় তার কাছ থেকে মুফতে মানে বিনা পয়সায় বেশ বিয়ার খাওনের সুযোগ হৈছিল...তখনই জানছিলাম সদস্যগো বাসায় ঢাকা ক্লাব থেকে কেস কেস বিয়ার যায় এবং দামও সস্তা।

নুন না হলেও বিয়ার কিন্তু খাইছি ঢাকা ক্লাবের ...বেশী আর গীবত করমু না...বিয়ার হারাম ( নেমকহারাম এর মত) হইয়া যামু তাইলে আবার। আসল কথায় আসি...ফরহাদ কবিয়াল এর লুঙ্গি বিষয় খানি ঢাকা ক্লাব কে ব্লগ বা সংবাদে কাল থেকে একটু বেশী উপস্থাপিত করছে। স্বাভাবিক সেটা। আসলে হুদাই ক্যাচাইতাছি সকলে। ড্রেস স্বাধীন জিনিস আমি মনে করি ...লুঙ্গি তার ভাল লাগে সে পড়ে ।

আমি এইটারে খারাপ কিছূ মনে করার দেখিনা। তয় উনি ভুল করছেন ঢাকা ক্লাবের দাওয়াতে যাবার চিন্তা কইরাই। আর যদি যাওনের এতই শখ তাইলে যাগোর কাছে যাইবো তাগোর বেশ ধরন ই দরকার আছিল। এ ক্লাব সবতের লাইগ্যা না ঐ ডা পশ! পশ! পাবলিকগোর। যে নিজেরে ঐ চাকচিক্য আর ফাষ্ট লাইফের পশ ভাবতে পারব না তার লাইগ্যা ঔটা না।

এবার একটা নিজের কথা কই। একদা--- তখন এস এসসি পরীক্ষা দিছি। ৪/৫ বন্ধু মাগরিবের নামায পড়ে মসজিদ থেকে বাইর হৈছি। পড়নে সবার লুঙ্গি; হঠাৎ শখ হৈলো চাইনিজ ফুড খামু এবং যামু এই লুঙ্গি পইড়াই। যা ভাবা তাই করলাম।

লুঙ্গি আর মাথায় টুপী নিয়া চাইনিজে ঢুকলাম। সাথে বন্ধু রা বলছিল, দোস্ত যদি ঢুকবার না দ্যায়... দূর দিব না কেনো, টাকা দিয়াই তো খামু ...খাইছিলাম ও তবে ওয়েটার একটা জব্বর প্রশ্ন করছিল..." আপনারা কোন মাদ্রাসায় পড়েন?" ওয়েটারের প্রশ্নটাই স্বাভাবিক...সাধারণ কেউ একটু পশ রেস্তোরায় লুঙ্গি পইড়া যেতে বেশ লজ্জাই পাবে ...আর মাদ্রাসার ছাত্রদের ড্রেসহিসেবে স্বাভাবিক। আরেকবার , তখন প্রকৌশল বিদ্য অর্জন এর কাল। যাত্রাবাড়ী , আমাদের মহল্লা থেকে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ৫ বন্ধু চলে গেলাম ইষ্টার্ণ প্লাজা। পড়নে বেশীর ভাগেরই ছিল লুঙ্গি ছিল।

ঐ সব পাগলামি আমার নিজস্ব । কারও সমস্যা ঘটায় নি। কিন্তু মাযহার সাহেবের পাগলামি ঢাকা ক্লাবরে কষ্ট দিছে! অন্যরে কষ্ট দেওন ভালা না। [ বিঃদ্রঃ ছবিটি নেট থেকে সংগৃত ]
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.