আমাদের কথা খুঁজে নিন

   

নোলক চাইয়া ধরছে বায়না করি কি উপায়

মহলদার
ছোট বেলায় কম বশী সবাই পড়েছি গনি মিয়া একজন গরীব চাষী। তার নিজের জমি নেই। বাংলাদেশের একজন সাধারণ কৃষকের কথা মনে করলেই গনি মিয়ার কথাই যেন মনে আসে সবার আগে। আসলেই একজন গরীব কৃষকের জীবন খুবই কষ্টের এবং সংগ্রামমুখর। সারা বছর চাষবাস করে বছর শেষে তারই ঘরে খাবার থাকে না।

এই অভাব অনটনের মধ্যেও তার জীবনে আছে শখ, আহ্লাদ, আছে স্ত্রীর বায়না। স্ত্রী বায়না ধরে তাকে নোলক গড়ে দিতে হবে। গবীব চাষার কি সেই সাধ্য আছে? কিন্তু নোলক তো তার চাই ই চাই। চাষার সাথে চাষী বউয়ের কথা নাই। সে বাপের বাড়ি চলে যাবে নোলক না দিলে।

চাষা তাকে কোন কাজের কথা বললেই তার মুখ ভার। অগত্যা চাষা তাকে বুঝায়, সে যে গরীব চাষী, স্বল্প সঞ্চয় তার। দিনে দিনে এই স্বল্প সঞ্চয় দিয়ে ভান্ডার ভরে একদিন সে নিজের জমি কিনবে। তখন সে নিজের জমি চাষ করবে, ১২ মাস ফসল তুলবে। আর তখন তাকে নোলক কিনে দিবে কথা দেয় চাষা।

তখন গাঁয়ের লোকেও তাকে মান্যি-গণ্যি করবে। এই স্বপ্ন নিয়েই চলে একজন চাষার জীবন। কখনো বা এই স্বপ্ন সারাজীবন স্বপ্নই থেকে যায়। চাষার কথা দিয়ে শুরু করলেও এই পোষ্টের উদ্দেশ্য আলাদা। উদ্দেশ্য হল আপনাদের একটি গান শুনানো।

একটি ফোক গান। একজন চাষীর জীবন নিয়ে গানটি। কি সুন্দর ও প্রাঞ্জল কথা ও সুর। দোতরা আর বাঁশীঁর সুরে কি অমায়িক পরিবেশনা। আশাকরি গানটি আপনাদের ভাল লাগবে।

গানটি গোষ্ঠ গোপাল দাসের গাওয়া। আমার সংগ্রহ থেকে শেয়ার করলাম আপনাদের সাথে। গানটির অডিও এখানে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।