আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসী বাংগালীর দেশে সদ্‌কা খয়রাত পাঠানো বিষয়ে একটি গবেষনা কর্ম ।



দুটি ঘটনা। ঈদের রাতে ঢাকায় এক মুরব্বীকে খবর নিতে ফোন করেছি, আমার সত্তর উত্তীর্ণ রসিক চাচা তার আদরের বউমার কাছে জানতে চাইলেন, কিরে মা, তোমাদের ওদিকে কি খারাপ স্বপ্ন টপ্ন দেখা কমে গেছে ? ইদানিং তোমার চাচী আর দেখি ঐ পরিমান আমাকে বাজারে পাঠায় না সদ্‌কা খয়রাতের মুরগী ছাগল কিনতে ? শুনে আমার মনে হলো আরে এখানেও কি রিসেশনের ধাক্কা নাকি? দ্বিতীয় ঘটনা। স্ত্রীটি কদিন আগে তার বোনকে করা যথারীতি একটি সত্তর মিনিটের ফোন কলের আগে access কোড ডায়াল করেছেন কিনা মনে করতে পারছিলেন না। এখন এই ডলার তিনেকের জায়গায় শতাধিক ডলারের বিল চিন্তায় গিন্নীটি তার সেই বোনকে পরের কলে দুজন ফকির খাওয়ানো আর একটি মুরগী দানের ব্যবস্হা করান। ফাইনালি বিল কতো এসেছে, সেটা পরে জানাচ্ছি।

তবে চলুন না, ঝাতির বৃহত্তর স্বার্থে একটা লিষ্ট করি, প্রবাসি বাংগালি কি কি কারনে দেশে সদ্‌কা খয়রাতের টাকা পাঠায়? আমি শুরু করলাম। আপনারাও জানান। -আগের রাতের বাজে স্বপ্ন। -স্কুল কলেজ গামী পুত্র কণ্যার অবাংগালি মেয়ে কিংবা ছেলে বন্ধু ধরা বিষয়ক জটিলতা। -স্বামী রত্নটির ঘনো ঘনো অফিসের সাদা সহকর্মীনির উল্লেখ করা।

-নিজের কিংবা আত্মীয়ের ইমিগ্রেশন বিষয়ক জটিলতা। -পার্ট টাইম চাকুরীর ঘন্টা বৃদ্বি। স্বামী রত্নের কিংবা নিজের। -ঢাকার ফ্ল্যাট,পূর্বাচলের লটারী। আপনারা এড করবেন কি আরো কিছু?



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.