আমাদের কথা খুঁজে নিন

   

সাধারণ জনগণ !!!

তুই মানিস কি মানিস না... আমি জানি না। তবে আমি মানি... তুর মানা না মানাই আমার কিছুই যাই আসেনা। ২০০০ মিটারের একটি সমর্থন বাংলাদেশ নই। ৩১টি চ্যানেলের ক্যামেরার লেঞ্চের ফোকাসে আমার বাংলাদেশকে কাভার সম্ভব নই। আমি রাজাকারের ফাসি চাই...তবে ৬দফা দাবির কথা আমি তুরে বলিনি। আমার চিৎকারের আওয়াজ যত ছোটই হোক... তবে কুলাঙ্গারের স্লোগানের অধিন নই। আমিতো রাজাকার বলেছিলাম... তবে তার শ্রেণী নির্ধারণ করে দিইনি তুরে। যদি... আমি এগুলাই বলি 'শাহাবাগে' ভিন্ন দেখি কেন? আমি কি সাধারণ জনতা না? যদি আমি সাধারণ জনতা হই... ওরা কারা?? আবার বলি... তুই মানিস না মান, আমি মানি। আল্লাহ...!!! তুমি সাক্ষী থেকো, আমি ওদের একজন না, যারা ক্ষণে ক্ষণে শপথ নেই আর যারা নিজের পিছন বাঁচাতে ধর্মকে পাজামা বানাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.