আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের আলোচিত সমালোচিত নাটক - নাট্য মঙ্গলের কথা, শুনে পুণ্যবান

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

নাটকটির নাম - নাট্য মঙ্গলের কথা, শুনে পুণ্যবান । দেশ টিভিতে প্রচারিত ঈদের আলোড়ন তোলা নাটক। হুমায়ুন আহমেদের নাটক হিসেবে নয়, বরং নাটকের কিছু দৃশ্যের জন্য নাটকটি ব্যাপক আলোচিত। এই নাটকে দেখা যায়, একজন দালাল পুকুর কাটার জন্য লাইন ধরে দাড়িয়ে থাকা লোকদের মধ্যে থেকে তার পছন্দ মতো লোকদের ট্রাকে করে নিয়ে যায়। আর একজন দালাল অভিনয়ের জন্য লাইন ধরে দাড়িয়ে থাকা লোকদের মধ্যে থেকে তার পছন্দ মতো লোকদের ট্রাকে করে নিয়ে যায়।

শুটিং স্পটে নায়িকারে নিয়া প্রোডিউসার বন্ধ রুমে বসে আছে। সে হাত দেখার নাম করে নায়িকা হাত নিয়া কচলাকচলি করে। সেই সময়ে নায়িকা মা এসে পড়ে। বিরক্ত হয় প্রোডিউসার। প্রোডাকশনের লোককে বলে প্রোডিসার নায়িকার মাকে সরিয়ে নিতে।

প্রোডাকশনের লোক নায়িকার মাকে নিয়ে অন্য রুমে তালা দিয়ে রাখে। অন্য দিকে, সাইড নায়ক ও নায়িকারে নিয়া শুটিং করে পরিচালক। কোন স্ক্রিপ্ট নাই। কেবল একটা দৃশ্য কল্পনা কইরা তৎক্ষণাৎ কইয়া দেয়। যেমন একটা দৃশ্য হইল, নায়ক নায়িকা ঝগড়া করবে এবং ঝগড়া শেষে হঠাৎ করে সাইড নায়িকা নায়কের ঘাড়ে মাথা রেখে বলবে আই লাভ ইউ।

পরিচালক নায়ক-নায়িকারে কয়, ৫ মিনিট ঝগড়া করবা। কেমনে করবা, কি বলবা জানি না। ভদ্র ভাষা বলা যঅবে না! ৫ মিনিট পরে কইবা আই লাভ ইউ! নায়ক নায়িকা এবং সহকারী পরিচালক এই সিনের ব্যাপারে আপত্তি জানালে পরিচালকের জোরের সাথে পেরে ওঠে না। সাথে ঐ দুইজনের ছুড বেলার ছিন। ঘটনা সেম, খালি দুইজন বাচ্চা! একই সিন দুইটা বাচ্চাকে দিয়ে করানো হয়।

তারাও ঝগড়া করে বড়দের মতো। পরে মেয়ে বাচ্চাটি ছেলে বাচ্চাটির কাঁধে মাথা রেখে বলে, আই লাভ ইউ। সহকারী পরিচালক এখানেও আপত্তি করে। কিন্তু পরিচালকের কাছে ধোপে টেকে না। অন্য দিকে ওই দৃশ্যে RAB নায়ককে ধরে নিয়ে যাবে এমন একটা অংশ থাকে।

RAB ভুল করে নায়িকাকে ধরে নিয়ে যায়। পরে ভুল শুধরে দিলে শুটিং ছাড়াই নায়ককে ধরে নিয়ে যায়। শুটিং যাই হোক শট ওকে। শেষ দিকে শুটিং চালু রেখে ঘুমাতে চলে যায় পরিচালক। শুটিং কী হবে জানতে এলে পরিচালক তার সহকারীকে বলে যা খুশি কর গা।

মূল নায়িকা তার মাকে খুঁজে না পেয়ে পরিচালককে জানায় এবং আরও জানায় তার মাকে না পেলে সে শুটিং করবে না । সঙ্গে সঙ্গে নায়ককে বাদ দিয়ে দেয় পরিচালক। ফোন দিয়ে একজনকে ৪ টা মেয়ে পাঠাতে বলে। নায়িকা ও অন্যান্য আর্টিস্টরা ট্রাকে করে শুটিং স্পট ত্যাগ করে। এই হল মোটামুটি নাট্য মঙ্গলের কথা, শুনে পুণ্যবান।

চমৎকার একটি নাটক। অনেক সত্য কথা অবলীলায় বলে দিয়েছেন হুমায়ুন আহমেদ। সবচেয়ে বড় যেই কথাটা তিনি বোঝাতে চেয়েছেন, যারা নাটক সম্পর্কে জানে না তারাই আজকাল বড় পরিচালক। প্যাকেজ নাটকের ভেতরের কিছু নোংরামি ও কঠিন কিছু সত্য কথা বলে দিয়েছেন হুমায়ুন আহমেদ। সাবাশ।

(ব্লগার কাব্যের অনুরোধে পুষ্টানো হইল। কাব্যকে ধন্যবাদ। )


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.