আমাদের কথা খুঁজে নিন

   

দুর্গা বিষাদে

সন্দেহে আছি সত্য

খুব তৃষ্ণা পেয়েছে দুর্গা! শুনতে পাচ্ছো? আমার হৃদয় খুব রূক্ষ হয়ে আছে! দূরে কেনো তুমি? কৈলাস আরো হিম ছড়াচ্ছে! দেখতে পাওনি? শিশু সন্তানেরা পাশে থাক, এসো আমরা মিলিত হই! কাকে ভয়, নিরাকার ঈশ্বরকে? তিনিও দেখবেন না চোখ বুজে থেকে আমাদের মিলনে জগত কাঁপুক! জন্ম নিক আরো দেবশিশু! অতঃপর দুর্গা এলেন নগ্ন তার আদিগন্ত শরীর শিব তার উদ্ধত দুর্বিনীত লিঙ্গে চুমু এঁকে দিলেন দুর্গার পদ্মনাভিতে! প্রবিষ্ট হবেন হঠাৎ চকিতে, বজ্র আঘাতে- দুর্গার চোখে এলো ত্রিনয়ন কেঁপে উঠলো পৃথিবীর ভাষা সেই সরোবরে দুর্গা বুঝলেন আজ অকালবোধনের দিন কামজর্জরিতা- শিবের চুমুতে নিদ্রাশ্রিতা দুর্গা চলে এলেন ভক্তের টানে শরৎ আবাহনে আর নীলকণ্ঠ শিব হাতে তুলে নিলেন মাতাল সুরাহ্ তার হৃদয় জুড়ে অপার দুঃখমালা যদিও তিনি দেবতা নেহাত মানুষ নন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.