আমাদের কথা খুঁজে নিন

   

পিটুনি খেয়ে 'দুর্গা দুর্গা' বলে বাংলা ছেড়েছে সম্মিলিত হিন্দু জোট"

হাজার সাদার মাঝে আমি অসাধারণ.............। কথাটা শুনতে কেমন লাগে...?? খুব খারাপ তাই না?? racist, সাম্প্রদায়ীক... বাঙ্গালী চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা - এরকম যত চেতনা আছে সব কিছুর বিরোধী... তার উপর এই কথা যদি বলে কোন মুসলিম নেতা, তাহলে তো কথা-ই নেই... তিনি হবেন উগ্রবাদী মুসলিম জঙ্গি... "পিটুনি খেয়ে ‘সুবহানাল্লাহ সুবহানাল্লাহ’ বলে শাপলা ছেড়েছে হেফাজত" - এই কথা শুনলে অবশ্য খারাপ লাগে না, racist মনে হয় না, চেতনায় আঘাত লাগে না। সে সুরঞ্জিত বাবু-ই বলুক অথবা রাম গোপাল ভার্মা-ই বলুক - এর মধ্যে আমরা সাম্প্রদায়ীকতা খুঁজে পাই না, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী তো নয়-ই... বরং প্রতিবাদ করলে সে হয় উগ্রবাদী মুসলিম, শিবির, হেফাজত, হিজবুত তাহরিত অথবা মধ্যযুগীয়... জ্বী ভাই, আমি মধ্যযুগীয়, আমি শিবির, আমি হেফাজত, আমি সুরঞ্জিত বাবু'র এর এই মন্তব্যকে 'মুসলিম সম্প্রদায়' এর প্রতি সাম্প্রদায়ীক অপমান বলে মনে করি। তুমি তোমার ধুতি সামলে মন্তব্য কর, নতুবা 'নাস্তিক-ইসলাম বিদ্বেষী' দের প্রতি দেশে যে ঘৃণার ভিত তৈরি হয়েছে, সেখানে "হিন্দু বিদ্বেষ" যোগ হবার সম্ভাবনা তৈরি হবে - যেটা আমরা কেউ-ই চাইনা... কালেক্টেড

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.