আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের দিনের শুরুতেই..........বৃষ্টিতে ঈদগাহ তলায়া গেল......তিক্ত অভিজ্ঞতা......

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

সকালে উঠলাম ৭টা ৪০-এর দিকে।

আগের দিন রাত্রেই শুনছিলাম মাইক-এ ঈদের জামাত হবে সোয়া নয়টায়। ঈদের দিন সকালে উইঠাই দুঃসংবাদ। পানি নাই। মোটর নাকি জ্বইলা গেছে। তাই গামছা নিয়া নিচে গিয়া টাংকি দিয়া পানি তু্ইলা গোসল করলাম।

তারপরে পাজামা পাঞ্জাবী পড়ার পরে শুরু হইলো হঠাৎ কইরা বৃষ্টি। মেজাজ আগে থিকাই খারাপ। অহন মনে হইলো নিজের মাথার চুল ছিড়ি। পাজামা পাঞ্জাবী পইড়া ভদ্র পোলার মতো বইসা রইলাম। ।

। । বৃষ্টি একটু ধইরা আসলে গেলাম মসজিদে নামাজ পড়তে। মসজিদে তিল পরিমান জায়গা খালি নাই। নামাজ শুরু হইয়া গেল।

দাড়ায়াই থাকলাম বাইরে। নামাজ শুরুর আগে ইমাম সাহেব সু-সংবাদ-টা দিল। সেইটা হইলো, বৃষ্টির কারণে বাইরের রাস্তা ভিজা গেছে। তাই রাস্তায় যারা নামাজ পড়তো তাদের এবং বাকিদের সুবিধার্থে ঈদের দ্বিতীয় জামাত হবে প্রথম জামাত শেষ হওয়ার পরেই। এই কথা বইলা ইমাম সাহেব নামাজ শুরু করলো।

তাড়াতাড়ি কইরাই শেষ করলো প্রথম জামাত। তারপরে আমরা দ্বিতীয় জামাতে নামাজ পড়লাম। নামাজ পইড়া বাইর হইয়াই দেখি, মাশাল্লাহ! ঈদের দিনেও রাস্তাঘাটগুলা একেকটা বড়সড় নদী হইছে। অনেকজায়গায় দুইটা নদী মিল্যা মোহনার সৃষ্টি হইছে। আর সেই নদীর ঢেউ-রে ধাক্কা মাইরা মাইরা লঞ্চ/স্টিমার (রিকসা/গাড়ী) আইতাছে।

মনোরম দৃশ্য। বেশিক্ষণ দেখতে পারলাম না। কারণ, তখনো বৃষ্টি পড়তাছে ফোটা ফোটা। তাড়াতাড়ি কইরা বাসায় আইলাম। বাসায় আইসা দেখি পাঞ্জাবীর পিছনদিকে কাদা লাইগা অবস্থা খারাপ।

অহন বাসায় বইসা বইসা বল্গাইতেছি। তাও যদি শান্তিতে করতে পারি। নেট আইতাছে আর যাইতাছে। বাইরে এখনো বৃষ্টি পড়তাছে গুড়ি গুড়ি। বৃষ্টি না থামলে ঈদ শেষ।

সবাই দোয়া করেন যাতে তাড়াতাড়ি এই বৃষ্টি থামে। । । । ।

। । । । ।

। । । । ।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.