আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা বানানের পাঠশালা-১২



‘শ’ ব্যবহারের নিয়ম : ০১. তৎসম শব্দ হতে আগত তদ্ভব শব্দে ‘শ’ ব্যবহৃত হয়। যেমন : বংশ > বাঁশ, মশক > মশা। ০২. কতিপয় খাঁটি বাংলা শব্দে ‘শ’ ব্যবহৃত হয়। যেমন : দেশি, আশা ইত্যাদি। ০৩. প্রত্যয়ান্ত শব্দের শেষে ‘শ’ ব্যবহৃত হয়।

যেমন : কর্কশ, লোমশ, ক্রমশ। ০৪. উপসর্গযোগে গঠিত শব্দের শেষে ‘শ’ হয়। যেমন : উপদেশ, সমাবেশ ইত্যাদি। ০৫. যুক্ত ব্যঞ্জনবর্ণে চ/ছ এর পূর্বে ‘শ’ হয়। যেমন : পশ্চিম, নিশ্চিত।

০৬. বিদেশি শব্দের ক্ষেত্রে ইংরেজিতে মূল শব্দে sh, ssio, tio থাকলে বাংলায় ‘শ’ হয়। যেমন : Institution (ইনস্টিটিউশন), Shirt (শার্ট) ইত্যাদি। আলাউল হোসেন প্রধান শিক্ষক স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল কাশিনাথপুর, পাবনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।