আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা বানানের পাঠশালা-৩



উ-কার ( ু ) ব্যবহারের নিয়ম : ০১. অ-তৎসম শব্দে উ-কার হয়। যেমন : পুব (পূর্ব), সুতো (সূতা), ধুলো (ধূলা), পুজো (পূজা), কুলো, কুয়ো। ০২. বিদেশি শব্দে উ-কার হয়। যেমন : পুলিশ, বুলেট, চাবুক, রুমাল, স্কুল, হুকুম, কুলি ইত্যাদি। ০৩. বাংলা ক্রিয়াবাচক শব্দে উ-কার হয়। যেমন : আসুন, বসুন, চলুন, ঘুমানো, শুকানো, শুনা ইত্যাদি। ০৪. উ-কার বিশিষ্ট প্রত্যয় যোগে গঠিত শব্দে উ-কার হয়। যেমন : ভাবুক (ভাব + উক), মিশুক, সাপুড়ে, ডুবুরি, আধুনিক, নিন্দুক। আলাউল হোসেন বি.এ (অনার্স) এম. এ (বাংলা) প্রধান শিক্ষক, স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল কাশিনাথপুর, পাবনা-৬৬৮২ মুঠোফোন: ০১১৯৮১৬৭১৪৬ E-mail: web:www.alaulhossain.blogspot.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।