আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা বানানের পাঠশালা-১০



‘জ’ ব্যবহারের নিয়ম : ০১. সন্ধিতে ত ও দ এর পর ‘জ’ হয়। যেমন : সৎ + জন = সজ্জন, তদ + জন্য = তজ্জন্য, উৎ + জ্বল = উজ্জ্বল, বিপদ + জনক = বিপজ্জনক। ০২. বাংলা ক্রিয়াবাচক শব্দে সাধারণত ‘জ’ ব্যবহৃত হয়। যেমন : সাজানো, বাজানো, খোঁজা ইত্যাদি। ০৩. বিদেশি শব্দের ক্ষেত্রে- ক. মূল ইংরেজি শব্দের বানান z/j থাকলে প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে ‘জ’ হয়। যেমন- জজ (Judge), জংশন (Junction ), জেব্রা (Zebra )। খ. মূল আরবি, ফারসি শব্দের বানানে যিম, যা, যাল, যোয়াদ, যোয়া ভিন্ন অন্য কিছু থাকলে সেক্ষেত্রে ‘জ’ ব্যবহৃত হয়। যেমন : কামিজ, গজল ইত্যাদি। আলাউল হোসেন বি.এ (অনার্স) এম. এ (বাংলা) প্রধান শিক্ষক, স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল কাশিনাথপুর, পাবনা-৬৬৮২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।