আমাদের কথা খুঁজে নিন

   

আধেক ঘুমে

রাত ৩টা বেজে ৪১ মিনিট। আমি খুব
সম্ভবত ঘুমিয়ে পড়েছি,কিংবা ঘুমের
ঘোরে আছি । গত দু'রাত একদম ই ঘুম
হয়নি । আজ তাহলে মহা ঘুম হওয়ার
কথা ,তাছাড়া আজ রাতে ডিনার
করিনি,ভরা পেটে যেমন ভাল ঘুম হয়
খালি পেটেও ভাল ঘুম হয়। হচ্ছেও তাই।


আমি মহা ঘুমে ভাসছি। মহা ঘুমেই স্বপ্ন
দেখলাম আমি মরুভূমিতে অবস্থান করছি । লক্ষ্য করলাম
জনশূন্য এ ডেজার্ট এ আমার
একক উপস্থিতি । কোথাও কেউ নেই ,এখন
কি আমি বিয়ার গিল টাইপের কিছু একটা করবো । একটা মরু
কাকড়া ধরে কাঁচা খেতে খেতে বলবো ,এটাতে প্রচুর প্রোটিন
রয়েছে
কিন্তু স্বাদটা বিচ্ছিরি।

হঠাত্ দেখলাম
একটা একটা মেয়ে আমার সামনে উপস্থিত । মরুকন্না মরুভূমির
ধূলা উরিয়ে হাত পা নাড়িয়ে আমার
সামনে গান গাইছে ,
"লাইক এ স্ট্রোম ইন
এ ডেজার্ট,
লাইক এ স্লীপি ব্লু ওশান।
ইউ ফিল আপ মাই সেন্সেস,
কাম ফিল মি এগেইন। "
হঠাত্ দেখি আমার
স্লীপি ডেজার্টে তুমুল ভূমিকম্প শুরু হলো। আমার ঘুম
ভেঙে গেল।

দেখলাম বালিশের পাশে মোবাইল
ফোনটা সারা বিছানায় ভূমিকম্প তৈরি করেছে । ডেজার্টের
স্বপ্ন কন্না চলে গেছে । সাধে কারেন্ট টাকেও নিয়ে গেছে ।
খেয়াল করলাম, আমার ফোনে "জন লেলন এর ইউ ফিল আপ
মাই সেন্সেস"গানটা বার বার
প্লে হচ্ছে । ঘুমের আগে গানটা অফ
করতে মনে নেই ।


এখন আর ঘুম হবেনা। আধেক ঘুম
ভাঙ্গলে আমার আর ঘুম হয়না।
আমি ফোনটা হাতে নিয়ে রবি ঠাকুরের
আধেক ঘুমে গানটা প্লে করলাম,~
"আধেকো ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায়,
শ্রান্ত ভালে যুঁথীরো মালে পরশো মৃদু বায়
। "
আমার আধেকো ঘুম নয়ন চুমে স্বপ্ন
দিরে গেল । আমার নয়ন ভিজতে লাগলো ।

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।